আসছে আরও ভ্যালু ফর মানি স্মার্টফোন, লোগো এবং ব্রান্ডিংয়ে সংশোধন করে জানালো Poco

স্মার্টফোন নির্মাতা Poco নতুন ব্রান্ড লোগো এবং ইমোজির মতো দেখতে কোম্পানি ম্যাসকটের ঘোষণার মাধ্যমে নিজেকে নতুনভাবে মেলে ধরলো। তবে বিশ্বব্যাপী নয়, নতুন ভিজ্যুয়াল পরিচয়টি এইমুহুর্তে কোম্পানির ভারতীয় শাখাতেই সীমাবদ্ধ রাখা হবে বলে জানা গেছে। “মেড অফ ম্যাড” (Made of Mad) নামে Poco নতুন একটি ট্যাগলাইনও বার করেছে। নতুন ব্রান্ড লোগোটি Poco-র ফিলোজফিতে আসা পরিবর্তনগুলি চিত্রিত করবে। এছাড়াও, ম্যাসকটটি বিভিন্ন মাধ্যমজুড়ে Poco-র প্রচারে ব্যবহৃত হবে।

Poco-র নতুন ম্যাসকটের বিশেষত্ব

পোকোর নতুন ইমোজিতে গভীর কিছু অর্থ লুকিয়ে আছে। পোকোর কথায়, পাগলামির নতুন সংজ্ঞা প্রদানের উদ্দেশ্যে ম্যাসকটকে সুর্নিদিষ্টভাবে ডিজাইন করা হয়েছে।

১. ইমোজির মতো দেখতে ম্যাসকটের মাথার ওপরে রিংটি সদগুণের উপলব্ধিকে সূচিত করে। পোকোর ভাষায়, আমরা পাগল, কিন্তু একটি কারণের জন্য।

২. ম্যাসকটের মাথার দু’পাশে থাকা এন্টেনাটি পাগলের দুস্টুমির দিকটাকে বের করে আনে। এটা অনেকটি টেলিপ্যাথির সাহায্যে পাগলামি ছড়িয়ে দেওয়ার মতোন ব্যাপার।

৩. ম্যাসকটের স্বতন্ত্র ত্রিকোণ মুখটি সূক্ষ্মভাবে তার তীক্ষ্ণ বুদ্ধি আভাসে, ইঙ্গিতে প্রকাশ করে।

তরুণ প্রজন্ম যারা ‘ভ্যালু ফর মানি’ স্মার্টফোন খোঁজ করছেন, তাদেরকে লক্ষ্য রেখেই পোকো নিজের লোগো এবং ব্রান্ডিংয়ে সংশোধন এনেছে। শাওমির সাবসিডারি ব্রান্ড হিসেবে পোকো বাজারে এসেছিল। কিন্তু গতবছর নভেম্বরে শাওমির থেকে আলাদা হয়ে পোকো স্বতন্ত্র সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে। কাউন্টারপার্ট রিসার্চের পরিসংখ্যান অনুযায়ী, ভারতীয় বাজারে পোকো এখন তৃতীয় বৃহত্তম অনলাইন স্মার্টফোন ব্রান্ড।

এদিকে Poco X3 এর আপগ্রেড ভার্সন হিসেবে Poco X3 Pro মার্চেই ভারতে পা রাখছে। টিপ্সটার Debayan Roy (দেবায়ন রায়) টুইট করে জানিয়েছেন, তিনি পুরোপুরি নিশ্চিত যে পোকো এক্স৩ প্রো মার্চে ভারতে লঞ্চ হবে। সেক্ষেত্রে ফোনটি মার্চের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে ভারতে রিলিজ হতে পারে। উল্লেখ্য, ফোনটি ইতিমধ্যে ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্টান্ডার্ডস বা বিআইএস-এর ছাড়পত্র লাভ করেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন