5G ফোনের পাশাপাশি ভারতে নতুন Laptop আনছে Poco, থাকবে 3620mAh ব্যাটারি

এখনকার সময়ে প্রায় প্রতিটি স্মার্টফোন ব্র্যান্ডই তাদের মূল পণ্য অর্থাৎ হ্যান্ডসেট ছাড়াও, বিভিন্ন বৈচিত্র্যময় ডিভাইস আনতে কাজ করছে। সংস্থাগুলির এই জাতীয় পদক্ষেপের জন্য বাজারে নিত্য…

এখনকার সময়ে প্রায় প্রতিটি স্মার্টফোন ব্র্যান্ডই তাদের মূল পণ্য অর্থাৎ হ্যান্ডসেট ছাড়াও, বিভিন্ন বৈচিত্র্যময় ডিভাইস আনতে কাজ করছে। সংস্থাগুলির এই জাতীয় পদক্ষেপের জন্য বাজারে নিত্য নতুন AIoT প্রোডাক্ট লঞ্চ হতেও দেখা যাচ্ছে। সেক্ষেত্রে Xiaomi (শাওমি)-র এক সময়ের সাথী Poco (পোকো), স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে নিজের পরিচয় তৈরি করার পর, এবার কম্পিউটার সেগমেন্টে প্রবেশ করার চেষ্টা করছে বলে জানা গেছে। GizmoChina-র সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, জনপ্রিয় চীনা স্মার্টফোন নির্মাতাটি ভারতে খুব শীঘ্রই তাদের প্রথম ল্যাপটপ লঞ্চ করতে পারে।

Redmi G সিরিজের ল্যাপটপের ব্যাটারি পেল BIS সার্টিফিকেশন

রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা (BIS) সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেয়েছে রেডমি জি সিরিজের একটি ল্যাপটপের ব্যাটারি। যারপরই জল্পনা শুরু হয়েছে যে, এই ব্যাটারি আসন্ন পোকো-র ল্যাপটপে ব্যবহার করা হবে। আবার অনেকের মত পোকো-র ল্যাপটপটি কেবল ব্যাটারি নয়, বরং রেডমি জি সিরিজের ল্যাপটপের রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে আসবে।

পোকো ল্যাপটপের প্রত্যাশিত স্পেসিফিকেশন (Poco Laptop expected feature)

প্রতিবেদনে বলা হয়েছে যে, রেডমি জি সিরিজের উল্লেখিত ব্যাটারির মডেল নম্বর G16B01W। এই ব্যাটারির ক্যাপাসিটি ৩,৬২০ এমএএইচ ব্যাটারি। অর্থাৎ পোকো-র ল্যাপটপে এই ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যাবে। এছাড়া কোম্পানি যদি এই ল্যাপটপটিকে গেমিং প্রোডাক্ট হিসেবে লঞ্চ করে, তাহলে NVIDIA বা Radeon গ্রাফিক্স কার্ডের সাথে Intel বা AMD Ryzen সিরিজের প্রসেসর থাকবে।

আবার জল্পনা সত্যি করে রেডমি জি সিরিজের রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে যদি ল্যাপটপটি আসে, তাহলে এতে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ১১তম জেনারেশনের Intel Core i5 চিপসেট, ১৬ জিবি র‌্যাম, ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ১৬.১ ইঞ্চি ডিসপ্লে দেখা যেতে পারে।

আসছে Poco-র নতুন 5G ফোনও

ল্যাপটপের পাশাপাশি পোকো, এদেশে নতুন Poco M4 Pro 5G ফোন নিয়ে আসবে বলে জানা গিয়েছে। Redmi Note 11-এর এই রিব্র্যান্ডেড ফোনটি গ্লোবাল মার্কেটে আগেই লঞ্চ হয়েছে, তবে সংস্থা এবার ভারতে এটির প্রকাশের তারিখ ঘোষণা করবে।