Poco X3 GT আরও একটি দেশে লঞ্চ হল, Dimensity 1100 প্রসেসরের সাথে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা

মে মাসের শেষান্তে চীনের বাজারে দুর্দান্ত ফিচারের সাথে লঞ্চ হয়েছিল Redmi Note Pro 5। সাম্প্রতিক ইতিহাস সাক্ষী যে চীনের বাজারে উপলব্ধ Redmi-র নানা ফোন Poco ব্র্যান্ডিংয়ের সাথে অন্যান্য দেশে লঞ্চ হয়ে থাকে। Redmi Note Pro 5G-এর সাথেও একই জিনিস প্রত্যক্ষ করা গিয়েছিল। ফোনটি ইতিমধ্যেই বিভিন্ন দেশের বাজারে Poco X3 GT পরিচয়ে লঞ্চ করেছে পোকো। এবার ইন্দোনেশিয়ার বাজারেও আত্মপ্রকাশ ঘটলো Poco X3 GT-এর। Dimensity 1100 প্রসেসর, হাই-রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা, লিকুইডকুল 2.0 প্রযুক্তি, সুপারফাস্ট চার্জিং স্পিড – Poco X3 GT-এর ফিচারের মধ্যে উল্লেখযোগ্য।

Poco X3 GT স্পেসিফিকেশন ও ফিচার

কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশনযুক্ত ৬.৬ ইঞ্চি এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে পোকো এক্স৩ জিটি ফোনে। এটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ও ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করবে। পোকো এক্স৩ জিটি ডাইমেনসিটি ১১০০ প্রসেসর দ্বারা চালিত। ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজ অপশনে এসেছে এই স্মার্টফোন।

পোকো এক্স৩ জিটি ফোনের পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ – ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফির জন্য ফোনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পোকো এক্স৩ জিটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি পেয়েছে, যার সঙ্গে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সফটওয়্যারের দিক থেকে এটি অ্যান্ড্রয়েড ১১-ভিত্তিক এমআইইউআই ১২.৫ সিস্টেমে রান করবে।

ইন্দোনেশিয়ায় Poco X3 GT-এর দাম

ইন্দোনেশিয়ায় Poco X3 GT-এর দাম ৪,৩৯৯,০০০ রুপিয়াহ থেকে শুরু হয়েছে, ভারতীয় মুদ্রায় এর আনুমানিক মূল্য প্রায় ২২,৭০৭ টাকা।

উল্লেখ্য, Dimensity 1200 প্রসেসরের Poco F3 GT লঞ্চ করার কারণে ভারতের বাজারে Poco X3 GT আনা থেকে বিরত থেকেছে পোকো। সুদূর ভবিষ্যতে ফোনটি যে ভারতে লঞ্চ হবে কি না, তা একমাত্র সময়ই বলবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন