Poco X3 GT-তে Dimensity 1100 প্রসেসর ও 64 MP ট্রিপল ক্যামেরা থাকবে, রেন্ডার প্রকাশ্যে এল

জুলাইতে Poco GT সিরিজের দু’দুটি 5G স্মার্টফোন ভারতে পা রাখছে। আজ লঞ্চ হবে Poco F3 GT এবং আগামী ২৮ জুলাই Poco X3 GT আত্মপ্রকাশ করবে। Poco F3 GT যেমন Redmi K40 Game Enhanced এডিশনের রিব্রান্ডেড ভার্সন হিসেবে ভারতে আনা হচ্ছে। তেমনি মে মাসে চীনে লঞ্চ হওয়া  Redmi Note 10 Pro রিব্র্যান্ডিং করে Poco X3 GT নামে ভারতে আনা হবে।

Poco X3 GT-এর রেন্ডার

অফিসিয়াল লঞ্চের আগেই এবার স্মার্টফোন বিষয়ক নিউজ পোর্টাল ৯১ মোবাইলস পোকো এক্স৩ জিটি-এর রেন্ডার লিক করেছে। রেন্ডারে পোকো এক্স৩ জিটি-এর সম্পূর্ণ ডিজাইন প্রকাশ পেয়েছে। বলাবাহুল্য, রেন্ডার দেখেই পরিস্কার, রেডমি নোট ১০ প্রো ৫জি-এর রিব্র্যান্ডেড ভার্সন এটি।

নোট ১০ প্রো ৫জি-এর অনুরূপে এতে আয়তকার ক্যামেরা মডিউল দেখা পায়। যার মধ্যে এলইডি ফ্ল্যাশ-সহ তিনটি ক্যামেরা বর্তমান। আবার পোকো এক্স৩ জিটি-এর সামনের অংশে পাঞ্চ হোল ডিসপ্লে এবং সেলফি ক্যামেরার জন্য ডিসপ্লের মধ্যে পাঞ্চ হোল কাটআউট রয়েছে। লিক হওয়া ছবি অনুসারে Poco X3 GT ব্ল্যাক, গ্রীন, এবং হোয়াইট কালার অপশনে ভারতে উপলব্ধ হবে।

Poco X3 GT এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

পোকো এক্স৩ জিটি ফোনে রেডমি নোট ১০ প্রো ৫জি এর মতো ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে থাকতে পারে। ফোনেটি  মিডিয়াটেক ডাইমেনসিটি ১১০০ প্রসেসর দ্বারা চালিত হবে। এটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ অপশনে আসতে পারে।

পোকো এক্স৩ জিটি-তে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ক্যামেরা হিসেবে এতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল সেন্সর।

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে, যার সঙ্গে ৬৭ ওয়াট র‌্যাপিড চার্জিং সাপোর্ট করবে। অ্যান্ড্রয়েড ১১ বেসড এমআইইউআই ১২ কাস্টম রমে পোকো এক্স৩ জিটি রান করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন