অবাক কান্ড, লঞ্চের আগেই বিক্রি শুরু Poco X3 GT এর

কয়েকদিন আগেই ভারতে লঞ্চ হয়েছে সবচেয়ে সস্তা গেমিং ফোন Poco F3 GT। Flipkart থেকে এই ফোনটি কেনা যাবে। তবে Xiaomi-এর এক সময়ের সাব ব্র্যান্ডটি এই মাসেই আরো একটি ফোন বাজারে আনছে। আগামীকাল অর্থাৎ ২৮শে জুলাই সংস্থাটি মালয়েশিয়ায় লঞ্চ করতে চলেছে Poco X3 GT (পোকো এক্স৩ জিটি) নামের একটি মিড রেঞ্জ ফোন, যেটি মে মাসে চীনে চালু হওয়া Redmi Note 10 Pro 5G-এর রিব্র্যান্ডেড সংস্করণ হবে। আসন্ন এই ফোনের মুখ্য স্পেসিফিকেশন ইতিমধ্যেই জানা। সামনে এসেছে পোকো এক্স৩ জিটি ফোনটির রেন্ডারও। কিন্তু সে সব পেছনে ফেলে, এবার আত্মপ্রকাশের আগেই কেনার জন্য উপলব্ধ হয়েছে এই নতুন পোকো স্মার্টফোনটি। রিপোর্ট অনুযায়ী, লঞ্চের একদিন বাকি থাকলেও ইরাকে ফোনটির বিক্রি শুরু হয়েছে। তাছাড়া, প্রকাশিত হয়েছে এটির একটি আনবক্সিং ভিডিও-ও।

লঞ্চের আগেই কেনা যাচ্ছে Poco X3 GT

Xiaomiui টুইটার হ্যান্ডেলের সাম্প্রতিক পোস্ট থেকে জানা গিয়েছে যে, পোকো এক্স৩ জিটি ফোনটি আগেভাগেই ইরাকের লোকাল স্টোরগুলিতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে, ‘সেলিমবাবা টেকনিক্যাল’ নামের একটি চ্যানেল লঞ্চের আগেই হ্যান্ডসেটটির আনবক্সিং ভিডিও প্রকাশ করেছে যেখানে হ্যান্ডসেটটির ডিজাইন পুরোপুরি উন্মোচিত হয়েছে।

https://twitter.com/xiaomiui/status/1418998122689310727

Poco X3 GT সম্পর্কে আর কী জানা গেছে?

আগেই বলেছি ফোনটি রেডমি নোট ১০ প্রো ৫জি এর রিব্র্যান্ডেড ভার্সন হবে। সেক্ষেত্রে দুটি ফোনের স্পেসিফিকেশনে বিরাট কোনো পার্থক্য থাকবে না। এছাড়া কোম্পানির তরফেও পোকো এক্স৩ জিটি ফোনের ফিচার টিজ করা হয়েছে। জানা গেছে ফোনটিতে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি দেখা যাবে। সাথে থাকবে অক্টা-কোর ডাইমেনসিটি ১১০০ প্রসেসর, ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ। সফ্টওয়্যার ফ্রন্টে এটি অ্যান্ড্রয়েড ১১ বেসড এমআইইউআই ১২ সহ আসবে।

ক্যামেরার কথা বললে, পোকো এক্স৩ জিটি ফোনে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স সম্বলিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। যেখানে সেলফি তোলার জন্য থাকতে পারে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই মুহূর্তে ফোনটির দামের বিষয়ে কিছু জানা যায়নি, তবে এটি কালো, সবুজ এবং সাদা রঙের বিকল্পে উপলব্ধ হবে বলে অনুমান করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন