২২ সেপ্টেম্বর ভারতে আসছে POCO X3, আগে ভাগে জেনে নিন দাম ও ফিচার

২২ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে POCO X3। ই-কমার্স সাইট Flipkart থেকে আজ একটি টিজার পোস্ট করে পোকো -র নতুন ফোনের লঞ্চ ডেট জানানো হয়েছে। গতকালই টিপ্সটার Debayan Roy নিশ্চিত করেছিল যে, POCO X3 কে ২২ সেপ্টেম্বর ভারতে আনা হচ্ছে। ফ্লিপকার্টের ডেডিকেটেড পেজ থেকে জানা গেছে, ওইদিন দুপুর ১২ টায় ফোনটিকে লঞ্চ করা হবে। Debayan এর টুইট অনুযায়ী, ভারতে পোকো এক্স ৩ এর দাম শুরু হবে ১৯,৯৯৯ টাকা থেকে।

প্রসঙ্গত গত সপ্তাহে গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছিল POCO X3 NFC কে। এরপর থেকেই গুঞ্জন শুরু হয়েছিল যে, এই ফোনটিকে শীঘ্রই ভারতে আনা হবে। যদিও ভারতে এই ফোনের নাম থেকে ‘NFC’ কে সরানো হয়েছে। এছাড়াও জানা গেছে স্পেসিফিকেশনের ক্ষেত্রেও সামান্য কিছু বদল আনা হতে পারে। সম্ভবত POCO X3 ভারতে আরও শক্তিশালী ব্যাটারি সহ আসবে।

এদিকে Poco India এর তরফেও আজ উক্তি ১০ সেকেন্ডের টিজার লঞ্চ করে জানানো হয়েছে পোকো এক্স ৩ ভারতে আসছে। এই টিজারে ফোনের সামনের ও পিছনের প্যানেল দেখা গেছে। এই ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লে সহ আসবে। আবার ফোনের পিছনে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ।

জানিয়ে রাখি POCO X3 NFC গ্লোবাল মার্কেটে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে। যেগুলি হল ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ,  ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। এদের দাম যথাক্রমে প্রায় ১৯,৯৮০ টাকা এবং ২৩,৩৬০ টাকা। ফোনটি এসেছে কোবাল্ট ব্লু এবং শ্যাডো গ্রে কালারে।

POCO X3 NFC স্পেসিফিকেশন:

পোকো এক্স ৩ এনএফসি ফোনে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি আইপিএস এলসিডি স্ক্রিন আছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং টাচ স্যাম্পেলিং রেট ২৪০ হার্টজ। আবার এতে এইচডিআর ১০ সাপোর্ট করে। ডিসপ্লের প্রটেকশনের জন্য এতে কর্নিং গরিলা গ্লাস ৫ দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এতে ব্যবহৃত DybamicSwtich ফিচার, গেমিংয়ের সময় ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ভিডিও দেখার সময় ৬০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এই ডিসপ্লের ওপরে মাঝখানে ছোট কাট আউট দেওয়া হয়েছে। এর মধ্যে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে, যার অ্যাপারচার এফ/২.২। এতে পোর্ট্রেট মোড, এআই সিন ডিটেকশন, এআই ষ্টুডিও লাইটিং, স্ক্রিন ফ্ল্যাশ, এইচডিআর মত ফিচার উপলব্ধ।

POCO X3 NFC ফোনে দেওয়া হয়েছে ৮এনএম স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর, যার ক্লক স্পিড ২.৩ গিগাহার্টজ। এই ফোনে ৬ জিবি পর্যন্ত র‌্যাম (LPDDR4x) ও ১২৮ জিবি স্টোরেজ (UFS 2.1) আছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে। এতে LiquidCool Technology ব্যবহার করা হয়েছে।

পোকো এক্স ৩ এনএফসি ফোনের পিছনে আছে আয়তকার শেপে ৬৪ মেগাপিক্সেল এআই কোয়াড রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় সনি আইএমএক্স৬৮৬ সেন্সর ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরার অ্যাপারচার এফ/১.৭৩। অন্য তিনটি ক্যামেরা হল ১১৯ ডিগ্রির ১৩ মেগাপিক্সেল আলট্রাওয়াইড সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। কোয়াড ক্যামেরায় এআই স্কাইস্ক্র্যাপিং ৩.০, নাইট মোড, প্রো মোড, এআই সিন্ ডিটেকশন, এআই বিউটি, গুগল লেন্স, নতুন ফিল্টার, ১২০ এফপিএস এ ১০৮০ পি স্লো-মোশন ভিডিও রেকর্ডিং, ৩০ এফপিএস এ ৪কে ভিডিও রেকর্ডিং, এবং ক্যালিডোস্কোপ মোডের মতো ফিচারগুলি সাপোর্ট করবে।

এই ফোনে ৫,১৬০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। যারসাথে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। চার্জিংয়ের জন্য এখানে আছে ইউএসবি টাইপ সি পোর্ট। আইপি৫৩ রেটিং প্রাপ্ত এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড এমআইইউআই ১২ সিস্টেমে চলবে।

Suman Patra

Share
Published by
Suman Patra

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

9 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

9 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

10 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

12 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

12 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

13 hours ago