আগামী সপ্তাহে ভারতে আসতে পারে POCO X3, জেনে নিন দাম ও ফিচার

২২ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হতে পারে POCO X3 NFC। সম্প্রতি একজন টিপ্সটার পোকো -র নতুন ফোনের ভারতে লঞ্চের তারিখ ও দাম জানিয়েছে। গত সপ্তাহেই ইউরোপের মার্কেটে লঞ্চ হয়েছিল পোকো এক্স ৩ এনএফসি। এরপরের দিনই পোকো ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার, C Manmohan টুইটারে পোকো ফ্যানদের কাছে জানতে চেয়েছিলেন POCO X3 NFC কে নিয়ে তারা কতটা উত্তেজিত। তিনি এও জানিয়েছিলেন, ভারতে এই ফোনের দাম হতে পারে ২০,০০০ টাকার কাছাকাছি। তবে তিনি ফোনটিকে কবে ভারতে লঞ্চ করা হবে, সে সম্পর্কে কিছু বলেননি।

কিন্তু গতকাল টিপ্সটার, Debayan Roy টুইট করে জানিয়েছেন, আগামী ২২ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে পোকো এক্স ৩ এনএফসি। এমনকি ভারতে এই ফোনের দাম হবে ১৮,৯৯৯ টাকা অথবা ১৯,৯৯৯ টাকা (পরবর্তীটাই হওয়ার সম্ভাবনা বেশি)। সাথে ফোনটির স্পেসিফিকেশনে সামান্য বদলের ইঙ্গিত দিয়েছেন তিনি। হয়তো POCO X3 এর ভারতীয় ভ্যারিয়েন্টে আরও বড় ব্যাটারি দেওয়া হবে।

প্রসঙ্গত ইউরোপে POCO X3 NFC ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২২৯ ইউরো, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৯,৯৮০ টাকা। আবার ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬৯ ইউরো, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৩,৩৬০ টাকা। ফোনটি কোবাল্ট ব্লু এবং শ্যাডো গ্রে, এই দুই কালারে লঞ্চ হয়েছে।

POCO X3 NFC স্পেসিফিকেশন:

পোকো এক্স ৩ এনএফসি ফোনে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি আইপিএস এলসিডি স্ক্রিন আছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং টাচ স্যাম্পেলিং রেট ২৪০ হার্টজ। আবার এতে এইচডিআর ১০ সাপোর্ট করে। ডিসপ্লের প্রটেকশনের জন্য এতে কর্নিং গরিলা গ্লাস ৫ দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এতে ব্যবহৃত DybamicSwtich ফিচার, গেমিংয়ের সময় ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ভিডিও দেখার সময় ৬০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এই ডিসপ্লের ওপরে মাঝখানে ছোট কাট আউট দেওয়া হয়েছে। এর মধ্যে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে, যার অ্যাপারচার এফ/২.২। এতে পোর্ট্রেট মোড, এআই সিন ডিটেকশন, এআই ষ্টুডিও লাইটিং, স্ক্রিন ফ্ল্যাশ, এইচডিআর মত ফিচার উপলব্ধ।

POCO X3 NFC ফোনে দেওয়া হয়েছে ৮এনএম স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর, যার ক্লক স্পিড ২.৩ গিগাহার্টজ। এই ফোনে ৬ জিবি পর্যন্ত র‌্যাম (LPDDR4x) ও ১২৮ জিবি স্টোরেজ (UFS 2.1) আছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে। এতে LiquidCool Technology ব্যবহার করা হয়েছে।

পোকো এক্স ৩ এনএফসি ফোনের পিছনে আছে আয়তকার শেপে ৬৪ মেগাপিক্সেল এআই কোয়াড রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় সনি আইএমএক্স৬৮৬ সেন্সর ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরার অ্যাপারচার এফ/১.৭৩। অন্য তিনটি ক্যামেরা হল ১১৯ ডিগ্রির ১৩ মেগাপিক্সেল আলট্রাওয়াইড সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। কোয়াড ক্যামেরায় এআই স্কাইস্ক্র্যাপিং ৩.০, নাইট মোড, প্রো মোড, এআই সিন্ ডিটেকশন, এআই বিউটি, গুগল লেন্স, নতুন ফিল্টার, ১২০ এফপিএস এ ১০৮০ পি স্লো-মোশন ভিডিও রেকর্ডিং, ৩০ এফপিএস এ ৪কে ভিডিও রেকর্ডিং, এবং ক্যালিডোস্কোপ মোডের মতো ফিচারগুলি সাপোর্ট করবে।

এই ফোনে ৫,১৬০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। যারসাথে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। চার্জিংয়ের জন্য এখানে আছে ইউএসবি টাইপ সি পোর্ট। আইপি৫৩ রেটিং প্রাপ্ত এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড এমআইইউআই ১২ সিস্টেমে চলবে।

Ankita Mondal

Share
Published by
Ankita Mondal

Recent Posts

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

1 hour ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

1 hour ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

2 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

3 hours ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

3 hours ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

4 hours ago