Poco-র এই দুই স্মার্টফোনে Android 12 নির্ভর MIUI 13 আপডেট শীঘ্রই রিলিজ হবে

Android 12 আপডেট দেওয়ার ক্ষেত্রে Samsung ও Oppo এগিয়ে থাকলেও Xiaomi বেশ পিছিয়ে। Samsung ও Oppo-র বিভিন্ন মিড-রেঞ্জ হ্যান্ডসেটে ইতিমধ্যেই লেটেস্ট Android বেসড নিজস্ব কাস্টম সফটওয়্যার রোলআউট হয়েছে। সেই দিক থেকে Xiaomi এখনও পিছিয়ে। তবে দেরিতে হলেও সংস্থার বিভিন্ন হ্যান্ডসেটে Android 12 নির্ভর MIUI 13 আপডেট রিলিজের লক্ষণ দেখা যাচ্ছে।

xiaomiui বলে একটি ওয়েব পোর্টাল শাওমির নিজস্ব বিল্ড সার্ভার থেকে ডেটা সংগ্রহ করেছে। এবং সেটা থেকে স্পষ্ট, Poco X3 Pro ও Poco F3 হ্যান্ডসেটগুলির জন্য MIUI 13 বিল্ড একদম রেডি। তবে কেবলমাত্র শাওমির নতুন মোবাইল সফটওয়্যারের বিল্ড ভার্সনে Android 12 আপডেটকেও সঙ্গে করে নিয়ে আসবে।

উল্লেখ্য, একইসাথে Xiaomi 11 Lite 5G NE এবং Mi 11X শীঘ্রই MIUI 13 আপডেট পাবে বলে জানা গিয়েছে। Mi 11X আবার Poco F3-এর ভারতীয় ভার্সন। অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশে যে স্মার্টফোন Poco F3 নামে লঞ্চ হয়েছে। আবার সেটাই ভারতে Mi 11X নামে উপলব্ধ।

Android 12 অপারেটিং সিস্টেমকে ঘিরে উদ্দীপণা কাজ করলেও MIUI 13 খানিকটা হতাশাজনক। কাস্টম স্কিনটির লেটেস্ট ভার্সন ইতিমধ্যেই চীনে ঘোষণা করা হয়েছে। এতে তেমন কোনও বিশেষ ফিচার যুক্ত হয়নি। আবারের ফিচারগুলির মধ্যে অধিকাংশ শুধুমাত্র চাইনিজ মার্কেটে এক্সক্লুসিভ থাকবে।