Redmi Note 11T Pro বিশ্ববাজারে Poco X4 GT নামে লঞ্চ হচ্ছে, দেখা গেল IMEI এর ডেটাবেসে

গত ফেব্রুয়ারিতে পোকো গ্লোবাল মার্কেটে তাদের Poco X4 Pro 5G স্মার্টফোনটি লঞ্চ করে এবং পরে এই হ্যান্ডসেটটি ভারতের বাজারেও উন্মোচিত হয়েছে। আর বর্তমানে সংস্থা তাদের X-সিরিজে অন্তর্ভুক্ত Poco X4 GT নামে আরেকটি নতুন ডিভাইস লঞ্চ করার পরিকল্পনা করছে। এই ফোনটি গত বছর লঞ্চ হওয়া Poco X3 GT-এর উত্তরসূরি হিসেবে শীঘ্রই আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে। এখন আবার এই Poco X4 GT-কে আইএমইআই (IMEI) ডেটাবেসে দেখা গেছে, যা এর আসন্ন লঞ্চের দিকেই ইঙ্গিত করছে।

Poco X4 GT পেল IMEI সার্টিফিকেশন সাইটের অনুমোদন

শাওএমআইইউআই (Xiaomiui)- এর নতুন রিপোর্ট অনুযায়ী, 22041216G মডেল নম্বর সহ একটি পোকো ডিভাইস আইএমইআই (IMEI)-এর সাইটে তালিকাভুক্ত হয়েছে। এটি পোকো এক্স৪ জিটি নামে গ্লোবাল মার্কেটে লঞ্চ বলে অনুমান করা হচ্ছে। এছাড়াও মনে করা হচ্ছে Poco 22041216G হবে রেডমি নোট ১১টি প্রো-এর গ্লোবাল ভার্সন। জানিয়ে রাখি, সম্প্রতি 22041216C এবং 22041216UC মডেল নম্বর সহ দুটি আসন্ন রেডমি ফোন TENAA এবং 3C-এর মতো চীনা সার্টিফিকেশন সাইটগুলির অনুমোদন লাভ করেছে। এই হ্যান্ডসেটগুলি যথাক্রমে, রেডমি নোট ১১টি এবং রেডমি নোট ১১টি প্রো নামে আত্মপ্রকাশ করতে পারে৷

প্রসঙ্গত, এখনও পর্যন্ত বিভিন্ন রিপোর্ট এবং সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, Redmi Note 11T ৬.৬ ইঞ্চির ডিসপ্লের সাথে আসবে, যা ফুল- এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ চিপসেট দ্বারা চালিত হতে পারে। এতে ৪,৩০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে, যা সম্ভবত ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। এগুলি ছাড়া, ডিভাইসটির অন্যান্য স্পেসিফিকেশনগুলি এখনও প্রকাশ্যে আসেনি।

আবার, সম্প্রতি 22041216UG মডেল নম্বর সহ আরেকটি পোকো ফোন মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) দ্বারা অনুমোদিত হয়েছে৷ মডেল নম্বরটি নির্দেশ করে যে এটি আসন্ন Redmi Note 11T Pro-এর গ্লোবাল সংস্করণ হবে, যা চীনে শীঘ্রই লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এই মডেলেও ৬.৬ ইঞ্চির ডিসপ্লে থাকবে, যা ফুল-এইচডি+ স্ক্রিন রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ হাই রিফ্রেশ রেট প্রদান করবে। এই হ্যান্ডসেটে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০০ চিপসেটটি ব্যবহার করা হবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Note 11T Pro-এ ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে৷ এই রেডমি ফোনটি গ্লোবাল মার্কেটে Poco X4 GT+ নামে আসতে পারে।