দেশে লঞ্চ হওয়ার আগেই বড় খবর! Poco X4 Pro 5G ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস, হতাশ করবে একটি বিষয়

Poco X4 Pro 5G ভারতে কবে লঞ্চ হবে, তা ইতিমধ্যেই ঘোষণা করেছে পোকো। সংস্থার বহু প্রত্যাশিত এই স্মার্টফোন বিশ্ববাজারের পর ভারতে আত্মপ্রকাশ করবে আগামী ২৮ মার্চ। Poco X4 Pro 5G হ্যান্ডসেটের গ্লোবাল ও ভ্যারিয়েন্টের মধ্যে একটি জায়গায় পার্থক্য থাকবে বলে সম্প্রতি নানা মহল থেকে জানা গিয়েছে। এবার জনপ্রিয় টিপস্টার যোগেশ ব্র্যারও একই দাবি করলেন। আবার Poco X4 Pro 5G ভারতের বাজারে কেমন স্পেসিফিকেশনের সাথে আসবে, সেগুলির তালিকাও তিনি প্রকাশ করেছেন।

Poco X4 Pro 5G (India) স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

পোকো এক্স৪ প্রো ৫জি সম্প্রতি গ্লোবাল মার্কেটে ১০৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরার সাথে লঞ্চ হয়েছিল৷ বাকি তিনটি দুটি ক্যামেরা যথাক্রমে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো। কিন্তু, পোকো এক্স৪ প্রো ৫জি এর ভারতীয় ভ্যারিয়েন্টের ক্ষেত্রে মেইন ক্যামেরাটি হবে ৬৪ মেগাপিক্সেলের। বাকি দু’টি ক্যামেরার স্পেসিফিকেশনগুলির কোনওরূপ পরিবর্তন হবে না।

অন্য দিকে, ডিসপ্লের প্রসঙ্গে এলে, পোকো এক্স৪ প্রো ৫জি ৬.৬৭ ইঞ্চি ফুলএইচডি+ অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে আসবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। স্মার্টফোনটি ৬ জিবি / ৮ জিবি র‍্যাম (LPDDR4X) এবং ১২৮ জিবি (UFS 2.2) স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ হবে।

এছাড়া, পোকো এক্স৪ প্রো ৫জি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং, অ্যান্ড্রয়েড ১১, এমআইইউআই ১৩ এবং সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে দেশের বাজারে আসবে বলে মনে করা হচ্ছে‌।