108MP ক্যামেরার Poco X4 Pro 5G স্মার্টফোনের সাথে ভারতে লঞ্চ হতে পারে Poco Watch

Poco X4 Pro 5G খুব সম্প্রতি গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করেছে। স্মার্টফোনটি খুব শীঘ্রই ভারতেও পা রাখবে বলে আশা করা হচ্ছে। এ দিকে লেটেস্ট রিপোর্ট বলছে, একই সাথে পোকো তাদের প্রথম স্মার্টওয়াচ, Poco Watch ভারতের বাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে। এর আগে সেটি TDRE, ইউরোপের EEC, মালয়েশিয়ার SIRIM, এবং ইন্দোনেশিয়ার TKDN পোর্টালে দেখা গিয়েছিল। আর এখন স্মার্টওয়াচটি ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর ছাড়পত্র পেয়েছে।

টিপস্টার মুকুল শর্মার টুইট অনুযায়ী, M2131W1 মডেল নম্বরের সাথে Poco Watch বিআইএস-এর শংসাপত্র লাভ করেছে‌। যার অর্থ ওয়্যারেবল ডিভাইসটি ভবিষ্যতে ভারতে লঞ্চ হবে। আবার জল্পনা শোনা যাচ্ছে যে, Poco X4 Pro 5G-এর লঞ্চ ইভেন্টে Poco Watch এর ঘোষণা করা হবে।

Poco X4 Pro 5G-এর প্রসঙ্গে আসলে, স্মার্টফোনটির গ্লোবাল ও ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের মধ্যে কোনও ফারাক থাকবে না বলেই আশা করা যায়। সে ক্ষেত্রে এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬৭ ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ১০৮ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে ভারতে আসবে।

এছাড়া ওই হ্যান্ডসেটে ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যান্ড্রয়েড ১১, এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেখা যাবে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।