Poco X4 Pro 5G-এর রেন্ডার ফাঁস হল, থাকবে AMOLED ডিসপ্লে ও 108MP ট্রিপল ক্যামেরা

পোকো খুব শীঘ্রই আন্তর্জাতিক বাজারে POCO X4 Pro 5G বলে একটি নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। সংস্থাটি লঞ্চের দিনক্ষণ এখনও প্রকাশ না করলেও বিভিন্ন সূত্র থেকে ফোনটির সম্পর্কে একাধিক তথ্য উঠে এসেছে। সম্প্রতি POCO X4 Pro 5G- এর মুখ্য স্পেসিফিকেশনগুলি সামনে এসেছিল৷ আর এখন একটি রিপোর্ট থেকে POCO X4 Pro 5G-এর কয়েকটি রেন্ডার প্রকাশ্যে এসেছে, যা অফিসিয়াল বলেই মনে হচ্ছে৷ ছবিগুলি থেকে এই হ্যান্ডসেটের ডিজাইন সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া গেছে।

POCO X4 Pro 5G- এর রেন্ডার ফাঁস

প্যাশনেটগিকজ তাদের প্রতিবেদনে পোকো এক্স৪ প্রো ৫জি ফোনের রেন্ডারগুলি প্রকাশ করেছে৷ তাতে ডিভাইসটি তিনটি কালার ভ্যারিয়েন্ট দেখা গিয়েছে৷ এটিঅপোকো ইয়েলো, লেজার ব্লু এবং লেজার ব্ল্যাক- কালার অপশনে বাজারে আসতে পার বলে মনে করা হচ্ছে। ডিভাইসটির রিয়ার প্যানেলের সাদা রঙের প্যাটার্ন দেখতে পাওয়া যাবে। এছাড়া ফোনের নিচের দিকে ৫জি ব্র্যান্ডিং এবং ক্যামেরা আইল্যান্ডে ‘পোকো’ লোগোটি রয়েছে।

রেন্ডার অনুযায়ী, পোকো এক্স৪ প্রো ৫জি-তে এআই (AI) ট্রিপল ক্যামেরা সিস্টেম থাকবে এবং এই ফোনের প্রাইমারি লেন্সটি হবে ১০৮ মেগাপিক্সেলের। অনুমান, এটি স্যামসাং এইচএম২ সেন্সর৷ আবার ছবিতে দেখতে পাওয়া মডেলটি পোকো এক্স৪ প্রো ৫জি- এর গ্লোবাল ভ্যারিয়েন্ট বলে মনে করা হচ্ছে৷ কারণ, টিপস্টার যোগেশ ব্রার সম্প্রতি জানিয়েছিলেন যে, স্মার্টফোনটির গ্লোবাল ভার্সনে একটি ১০৮ মেগাপিক্সেলের সেন্সর থাকবে, তবে ভারতীয় মডেলে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাই দেখতে পাওয়া যাবে বলে তাঁর দাবি৷

পোকো এক্স৪ প্রো ৫জি- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (POCO X4 Pro 5G Expected Specifications)

পোকো এক্স৪ প্রো ৫জি সরু বেজেল সহ ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) পাঞ্চ-হোল ডিসপ্লে সহ আসতে পারে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে করবে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ব্যবহার করা হবে৷ পোকো এক্স৪ প্রো ৫জি ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ১২৮ পর্যন্ত ইউএফএস ২.২ স্টোরেজ সহ আসবে।

ফটোগ্রাফির জন্য, POCO X4 Pro 5G- এর ব্যাক প্যানেল একটি ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেখা যেতে পারে৷ ফোনের সামনে ১৬ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা পাওয়া যেতে পারে৷

POCO X4 Pro 5G অ্যান্ড্রয়েড ১২ নির্ভর এমআইইউআই ১৩ ইউজার ইন্টারফেসে চলবে বলে আশা করা হচ্ছে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।