ব্যাংক ও এক্সচেঞ্জ অফারের সাথে Poco X4 Pro 5G আজ প্রথমবার কেনার সুযোগ

Poco X4 Pro 5G গতমাসের শেষে ভারতে লঞ্চ হয়েছিল। আজ থেকে ফোনটি সেলে বিক্রির জন্য উপলব্ধ হল। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কেনা যাবে Poco X3 Pro এর উত্তরসূরীটি। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা ব্যাংক অফার ও এক্সচেঞ্জ অফারের লাভ ওঠাতে পারবেন। ফিচারের কথা বললে Poco X4 Pro 5G ফোনে পাওয়া যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ট্রিপল রিয়ার ক্যামেরা।

Poco X4 Pro 5G এর দাম ও সেল অফার

পোকো এক্স৪ প্রো ৫জি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে এসেছে। এরমধ্যে ৬ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা, ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ২১,৯৯৯ টাকা।

সেল অফারের কথা বললে, Poco X4 Pro 5G ফোনের সাথে HDFC ব্যাংকের কার্ডধারীরা ১,০০০ টাকা ছাড় পাবেন। আবার Poco X2, Poco X3, ও Poco X3 Pro ফোন ব্যবহারকারীদের Poco X4 Pro 5G কিনলে ৩,০০০ টাকা অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে।

Poco X4 Pro 5G ফোনের স্পেসিফিকেশন

পোকো এক্স৪ প্রো ৫জি ফোনের সামনে দেখা যাবে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি+ (১,০৮০×২,৪০০ পিক্সেল) সুপার অ্যামোলেড (AMOLED) পাঞ্চ-হোল ডিসপ্লে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপলব্ধ। আবার ফোনের পিছনে বর্তমান ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল Samsung ISOCELL GW3 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।

পারফরম্যান্সের জন্য Poco X4 Pro 5G ফোনে এড্রেনো ৬১৯ জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট।ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করবে।পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে দেওয়া হয়েছে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি। ফোনটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং স্টেরিও স্পিকার সহ এসেছে।