Poco X4 Pro 5G ফোনে থাকবে 64 মেগাপিক্সেল ক্যামেরা ও 5000mAh ব্যাটারি, জেনে নিন সমস্ত ফিচার

চীনা ব্র্যান্ড পোকো তাদের আপকামিং Poco X4 Pro 5G স্মার্টফোনটি শীঘ্রই বাজারে লঞ্চ করবে বলে জল্পনা চলছে। যদিও সংস্থার তরফে এখনও এই ফোনের লঞ্চের নির্দিষ্ট তারিখটি প্রকাশ করা হয়নি। তবে লঞ্চের আগেই Poco X4 Pro 5G সম্পর্কে একাধিক তথ্য উঠে এসেছে। অনুমান করা হচ্ছে, এই ফোনটি চীনের বাইরের মার্কেটগুলিতে Redmi Note 11 Pro 5G ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে লঞ্চ হবে। সম্প্রতি এই স্মার্টফোনের অফিশিয়াল ওয়ালপেপারটি জনসমক্ষে এসেছে এবং ফোনটির প্রাইমারি ক্যামেরা সম্পর্কেও বেশ কিছু তথ্য সামনে এসেছে। আর এখন আবার এক পরিচিত টিপস্টার Poco X4 Pro 5G ফোনের সকল স্পেসিফিকেশনগুলি সামনে এনেছেন। জানা গেছে, প্রাইমারি ক্যামেরা, কালার অপশন এবং রিয়ার ডিজাইন ছাড়া এই স্মার্টফোনের অন্যান্য স্পেসিফিকেশনগুলি Redmi Note 11 Pro 5G- এর মতই হবে।

পোকো এক্স ৪ প্রো ৫জি- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Poco X4 Pro 5G Expected Specifications)

টিপস্টার যোগেশ ব্রার তার নিজস্ব টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে, আসন্ন পোকো এক্স ৪ প্রো ৫জি ফোনের সবকটি প্রধান স্পেসিফিকেশন প্রকাশ্যে এনেছেন।

তার টুইট অনুযায়ী, এই পোকো ফোনটির অধিকাংশ স্পেসিফিকেশনই চীনে লঞ্চ হওয়া রেডমি নোট ১১ প্রো ৫জি স্মার্টফোনটি মতো। পোকো এক্স ৪ প্রো ৫জি মডেলটিতে থাকবে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি+ সুপার অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট এবং এটি ৬ জিবি / ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ৬৪ জিবি / ১২৮ জিবি ইউএফএস ২.১ স্টোরেজ সহ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য, Poco X4 Pro 5G ফোনে দেওয়া হবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে। প্রসঙ্গত, Redmi Note 11 Pro 5G ফোনে প্রাইমারি ক্যামেরা হিসেবে অবশ্য ১০৮ মেগাপিক্সেলের সেন্সর ছিল। এছাড়া, প্রধান ক্যামেরার সঙ্গে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ইউনিট এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সও পাওয়া যাবে, যেমনটা রেডমি ফোনটিতেও রয়েছে। এছাড়া এই ফোনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Poco X4 Pro 5G ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। যদিও টিপস্টার উল্লেখ করেননি, তবে এই হ্যান্ডসেটে ডুয়েল স্টেরিও স্পিকার, একটি আইআর (IR) ব্লাস্টার এবং একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকবে বলে আশা করা যায়। সর্বোপরি, এই স্মার্টফোনটি রান করবে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১৩ ( MIUI 13) কাস্টম স্কিনে।