Poco X4 Pro 5G: পোকোর প্রথম 108MP ক্যামেরার ফোন এবার ভারতে আসছে? টিজার প্রকাশ

গত মাসে ভারতের বাজারে পা রেখেছে Poco M4 Pro ও Poco M4 Pro 5G। এই দুই স্মার্টফোন লঞ্চের রেশ না কাটতেই আরও একটি হ্যান্ডসেট নিয়ে এ দেশে হাজির হতে চলেছে পোকো। সংস্থার ভারতীয় শাখা তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে কয়েকটি টিজার শেয়ার করেছে। তাতে রহস্য বজায় রেখে কোনও ডিভাইসের নাম উল্লেখ করা হয়নি‌। তবে অনুমান, সম্প্রতি গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করা Poco X4 Pro 5G শীঘ্রই ভারতে লঞ্চ হওয়ার পথে‌।

গ্লোবাল লঞ্চ ও বিভিন্ন সার্টিফিকেশন পোর্টাল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পোকোর হাতে এখন Poco X4 Pro, Poco F4 GT, Poco Pop Buds এবং Poco Smartwatch রয়েছে বিভিন্ন দেশে লঞ্চ করার জন্য। যদিও এর মধ্যে সবার প্রথমে Poco X4 Pro ভারতে আসার সম্ভাবনা সর্বাধিক। আবার Poco X4 Pro-এর সাথে পোকো তাদের Poco Pop Buds ইয়ারবাডস বা Poco Smartwatch ভারতের বাজারে লঞ্চ করতে পারে বলে জল্পনা রয়েছে‌।

Poco X4 Pro 5G-এর স্পেসিফিকেশনগুশির প্রসঙ্গে আসলে, ডিভাইসটির গ্লোবাল ও ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের মধ্যে কোনও পার্থক্য থাকবে না বলেই আশা করা যায়। সে ক্ষেত্রে এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬৭ ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, ১০৮ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সাথে ভারতে যাত্রা শুরু করবে।

এছাড়া Poco X4 Pro 5G স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ, স্টিরিও স্পিকার, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যান্ড্রয়েড ১১, এবং ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে।