ভারতে ব্যানের ধাক্কা কাটিয়ে ছন্দে ফিরছে Bitcoin, Ether, Dogecoin-রা

বিটকয়েন (Bitcoin), ইথারদের (Ether) বাজার মূল্যে কয়েকদিন ধরেই বেশ কিছু টা ছন্দ পতন দেখা যাচ্ছিল। বুধবার, সরকারের তরফে ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধকরণের ঘোষণা জারি হওয়ার পর, একধাক্কায় আরও কিছুটা নেমে যায় বাজারচলতি জনপ্রিয় মুদ্রাগুলির বাজারদর। কিন্তু বর্তমানে সে আশঙ্কা দূর হয়েছে। ফলস্বরূপ, বিনিয়োগকারীদের কিছুটা আশ্বস্ত হওয়ার পাশাপাশি, কয়েনগুলির বাজারমূল্যেও ফিরেছে ঊর্ধ্বমুখী প্রবাহ।

ভারতীয় ক্রিপ্টো এক্সচেঞ্জ Coinswitch Kuber-এর হিসেব অনুযায়ী, বুধবার রাতে, ২৫% মূল্য হ্রাসের পর রাতারাতি ১৫% মূল্য বৃদ্ধি ঘটিয়ে বিটকয়েনের বাজারদর বর্তমানে ৫৯,১৭৪ ডলারে ( প্রায় ৪৪.০৭ লাখ টাকা) এসে পৌঁছেছে। পাশাপাশি, CoinMarket Cap-এর তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে এটির বর্তমান ট্রেডমূল্য ৫৭,৫১৬ ডলার (প্রায় ৪২.৮ লাখ টাকা)। সপ্তাহের মধ্যভাগের নিন্মমুখী বাজারদর মুদ্রাটির আন্তর্জাতিক ও দেশীয় ট্রেডমূল্যের মধ্যে ব্যবধান কিছুটা কমালেও, দেশীয় বিনিয়োগকারীরা এখনও পর্যন্ত পুরোপুরিভাবে সাম্প্রতিক মূল্যহ্রাসের ভয় কাটিয়ে স্বত:স্ফূর্ত বিনিয়োগের ঝুঁকি নিতে পারছেন না।

বিটকয়েনের পাশাপাশি, বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যবান ক্রিপ্টো মুদ্রা, ইথারও বুধবার নাগাদ ২০% এরও বেশী মূল্য হ্রাস ঘটিয়ে পুনরায় লক্ষণীয় হারে ঊর্ধ্বমুখী হয়েছে। Coinswitch Kuber-এর হিসেব অনুযায়ী, ইথার বর্তমানে ভারতে ৪,৪২৪ ডলারে (প্রায় ৩.৩ লাখ টাকা) ট্রেড করছে। গ্লোবাল এক্সচেঞ্জ, CoinMarket Cap-এর তথ্য বলছে, আন্তর্জাতিক বাজারে মুদ্রাটির বর্তমান বাজার মূল্য ৪,২৯৫ ডলার (প্রায় ৩.৩ লাখ টাকা)।

AI- নির্ভর ক্রিপ্টো বিনিয়োগ মাধ্যম Mudrex-এর সহ প্রতিষ্ঠাতা ও কর্ণধার ইদুল প্যাটেল (Edul Patel) এই প্রসঙ্গে জানান, ‘গত ২৪ ঘন্টায় ক্রিপ্টো বাজার মোটামুটি অস্থিতিশীল থেকেছে। বিশ্বের সর্বোচ্চ মূল্যবান মুদ্রা, বিটকয়েন ট্রেড মূল্যের বিচারে ৫৮,০০০ ডলারের গন্ডি পাড় করেছে। পাশাপাশি, তিনটি প্রধান মুদ্রা ছাড়া বাকি মুদ্রাগুলির বাজারদরও মোটামুটিভাবে আশানুরূপ সীমার মধ্যেই থেকেছে। শুধু তাই নয়, বিটকয়েনের মূল্য এই নির্দিষ্ট সীমায় থাকলে, আগামী ২৪ ঘন্টাও ক্রিপ্টো বাজারের জন্য যথেষ্ট ভালো সময় হতে চলেছে বলেই অভিমত প্রকাশ করেছেন তিনি।

অন্যদিকে, বুধবারের পরিস্থিতির সম্পূর্ণ বিপরীতগামী হয়ে অধিকাংশ বাজারচলতি অল্টকয়েনগুলি ট্রেডমূল্যে লক্ষণীয় বৃদ্ধি ঘটিয়েছে। রিপল (Ripple), পলকাডট (Polka-dot), কারডানো (Kardano), টেথার (Tether), লিটকয়েনের (Litecoin) মতো মুদ্রাগুলির বাজারদর গত ২৪ ঘন্টায় যথেষ্ট ঊর্ধ্বমুখী হয়েছে। তবে, মূলধনের দিক দিয়ে সর্বোচ্চ ৫০ এর তালিকায় থাকা মুদ্রাগুলির মধ্যে অন্যতম, মোনেরো (Monero) নামের এক ক্রিপ্টো কয়েনের বাজার মূল্যে কিছুটা পতন পরিলক্ষিত হয়েছে।

মিমভিত্তিক মুদ্রা, ডোজকয়েন (Dogecoin) ও শিবা‌ ইনু (Shiba Inu)-ও বেশ খানিকটা মূল্য বৃদ্ধি ঘটিয়েছে। ডোজকয়েন, গত ২৪ ঘন্টায় ১.৮৩ % ঊর্ধ্বগামী হয়ে বর্তমানে ০.২২ ডলারে (প্রায় ১৬.৬৯ টাকা) ট্রেড করছে। অন্যদিকে, শিবাইনুও গত ২৪ ঘন্টায় বাজারদরে ০.৫৭% বৃদ্ধি ঘটিয়ে বর্তমানে ০.০০০০৪১ডলারে (প্রায় ০.০০৩০৪১ টাকা) ট্রেড করছে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার সম্প্রতি একটি নয়া অর্থনাতিক বিল তৈরি করেছে, যার মাধ্যমে দেশে সমস্ত প্রাইভেট ক্রিপ্টোকারেন্সির ব্যবহার নিষিদ্ধ করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। বিলটি আদৌ পাশ হবে নাকি কোনো প্রয়োজনীয় সংশোধন আনা হবে, তা অবশ্য সময়ই বলবে। তবে, আপাতত নভেম্বর ২৯ তারিখে, পার্লামেন্টের আসন্ন অধিবেশনে বিলটি পেশ হতে চলেছে, এমনটাই সূত্র মারফত খবর।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

9 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

9 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

10 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

12 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

12 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

13 hours ago