প্রধানমন্ত্রীর আশংকার পর ফের দাম কমলো Bitcoin সহ অন্যান্য ক্রিপ্টো মুদ্রার

বেশ কিছুদিন ধরেই লাগাতার মূল্য হ্রাস ঘটাচ্ছে ক্রিপ্টো দুনিয়ার অন্যতম প্রধান আকর্ষণ, বিটকয়েন (Bitcoin)। বৃহস্পতিবার নাগাদ ট্রেডমূল্যে সামান্য উন্নতির সম্ভাবনা দেখা গেলেও শেষমেষ চলতি ট্রেন্ডের ব্যতিক্রম ঘটায়নি এই মুদ্রা।

বাজারদরের নিন্মমুখী ধারা বজায় রেখেই, ভারতীয় ক্রিপ্টো এক্সচেঞ্জ Coinswitch Kuber-এর হিসেব অনুযায়ী, এটি বর্তমানে দেশীয় বাজারে ৬০,৮৭৯ ডলারে (প্রায় ৪৫.২ লাখ টাকা) ট্রেড করছে। অন্যদিকে, Coinmarket Cap-এর তথ্য বলছে, আন্তর্জাতিক বাজারে এটির বর্তমান ট্রেডমূল্য ৫৫,৯৫০ ডলার (প্রায় ৪১.৫ লাখ টাকা)। গত ২৪ ঘন্টার নিরিখে মুদ্রাটির বাজারদর ৭.৫৫ % হ্রাস পেয়ে ৬০,০০০ ডলারের নিন্মসীমাও (প্রায় ৪৪.৭ লাখ টাকা) পাড় করে গিয়েছে, যা চলতি মাসের হিসেবে এখনও অবধি সবচেয়ে কম। প্রসঙ্গত, ঠিক আগের সপ্তাহে সমস্ত রেকর্ড ভেঙে সর্বোচ্চ ৬৮,৯৯০ ডলারের (প্রায় ৫১.১৮ লাখ টাকা) গন্ডি ছুঁয়েছিল বিটকয়েনের বাজারদর। মাত্র এক সপ্তাহের ব্যবধানেই পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত মোড় নিয়েছে।

দেশের প্রাচীনতম ডিজিটাল মুদ্রার এই হঠাৎ ছন্দপতন, কমবেশি বাজারচলতি সমস্ত মুদ্রারই ট্রেডমূল্য নিন্মমুখী হওয়ার ক্ষেত্রে ইন্ধন জুগিয়েছে। ক্রিপ্টোবাজারের মূলধনে ৫% হ্রাস অন্তত সেদিকেই ইঙ্গিত করছে। Coinswitch Kuber-এর হিসেব অনুযায়ী, গত ২৪ ঘন্টায় বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যবান মুদ্রা, ইথারের (Ether) মূল্য ৬.৮৪% হ্রাস পেয়ে, এই মুহুর্তে ৪,০৪৬ ডলারে (প্রায় ৩ লাখ টাকা) এসে পৌঁছেছে। সূত্রের তথ্য অনুযায়ী, ইথেরিয়াম নির্ভর ক্রিপ্টোমুদ্রার ট্রেডমূল্য, নভেম্বরের ১০ তারিখের সর্বোচ্চ রেকর্ড বাজারদর ৪,৮৭০ ডলারের (প্রায় ৩.৬১ লাখ টাকা) তুলনায় ১৫% এরও বেশী হ্রাস পেয়েছে।

AI-নির্ভর ক্রিপ্টো বিনিয়োগ মাধ্যম Mudrex-এর সহ প্রতিষ্ঠাতা এবং কর্ণধার, ইদুল প্যাটেল (Edul Patel) জানান, গত ২৪ ঘন্টায়, ক্রিপ্টো দুনিয়া চরম উত্থানপতনের স্বাক্ষী থেকেছে। বিটকয়েনের মূল্য নেমে গেছে প্রায় ৫৭,০০০ ডলারের (প্রায় ৪২.৩ লাখ টাকা) গন্ডিতে। ইথারের বাজারমূল্যও প্রায় ৪,০০০ ডলারের (প্রায় ২.৯৬ লাখ টাকা) গন্ডিতে নেমে এসেছে। পাশাপাশি, ৩০ টি প্রধান ক্রিপ্টোকয়েনের প্রায় প্রত্যেকটিতেই দেখা গিয়েছে উল্লেখযোগ্য পতন। সম্ভবত, সপ্তাহের শেষ লগ্নে, আগামী ২৪ ঘন্টাও সমান ভাবে অস্থিরতা দেখাবে ক্রিপ্টো মার্কেট।

ডোজকয়েন (Dogecoin) ও শিবা ইনুর (Shiba Inu), চলতি সপ্তাহের মধ্যভাগে অবস্থার সামান্য উন্নতি দেখা গেলেও, গতকাল আবার মূল্য হ্রাস পায়। ৯.২১% হ্রাস পেয়ে বর্তমানে ডোজকয়েনের ট্রেডমূল্য ০.২৩ ডলারে (প্রায় ১৭.৮০ টাকা) এসে পৌঁছেছে। অপরদিকে, ১১.৯৫ শতাংশ হ্রাস পাওয়ার পর শিবা ইনু বর্তমানে ০.০০০০৪২ ডলারে (প্রায় ০.০০৩১৪৯ টাকা) ট্রেড করছে। পাশাপাশি কারডানো (Kardano), রিপল (Ripple), পলকাডট (Polka-dot), পলিগন (Polygon) এর মতো অল্টকয়েন গুলিও মূল্যহ্রাসের তালিকায় সামিল হয়েছে।

সম্প্রতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সিডনি ডায়ালগের মঞ্চ থেকে ক্রিপ্টো ব্যবহার নিয়ে বিশ্বের সমস্ত গণতান্ত্রিক দেশগুলিকে একজোট হওয়ার বার্তা দেন। ভুল হাতে পড়লে এই ডিজিটাল কারেন্সি যে দেশের যুবসমাজ ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে বিপন্ন করে তুলবে, সে বিষয়েও আগাম হুঁশিয়ারি দেন তিনি। কিছুদিন পূর্বে, উচ্চস্তরের সরকারী আধিকারিকদের নিয়ে আয়োজিত একটি বৈঠকে দেশে ক্রিপ্টোর ভবিষ্যত সম্পর্কে প্রথমবার মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী।
ক্রিপ্টো নিয়ে বেশ অনেকদিন ধরেই তৎপরতা দেখা যাচ্ছে কেন্দ্রের তরফে। সূত্র মারফত খবর, আসন্ন বাজেট অধিবেশনে ক্রিপ্টো বিষয়ক একটি বিল ও পেশ হওয়ার পরিকল্পনা রয়েছে।