Primary TET Result 2022: প্রাইমারি টেট ২০২২ রেজাল্ট কীভাবে চেক করবেন, পাশ করেছেন দেড় লাখ পরীক্ষার্থী

Primary TET Result 2022 Check: প্রকাশিত হল প্রাথমিক টেট ২০২২ এর ফলাফল। আপনি যদি প্রাইমারি টেট রেজাল্ট চেক করতে চান তাহলে www.wbbpeonline.com/dashboard ওয়েবসাইটে ভিজিট করুন।…

Primary TET Result 2022 Check: প্রকাশিত হল প্রাথমিক টেট ২০২২ এর ফলাফল। আপনি যদি প্রাইমারি টেট রেজাল্ট চেক করতে চান তাহলে www.wbbpeonline.com/dashboard ওয়েবসাইটে ভিজিট করুন। আজ দুপুর ১টায় রেজাল্ট প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। রেজাল্টের সাথে পরীক্ষার্থীরা OMR দেখতে পারবেন।

প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে যে, মোট ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন পাশ করেছেন। শতাংশের নিরিখে যা ২৪.৩১। মোট ৭ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। এরমধ্যে মহিলা পাশ করেছেন ৬৯ হাজার ৪০৮ জন। যা ৪৬.১২১ শতাংশ। অন্যদিকে পুরুষ পাশ করেছেন ৮১ হাজার ৭৭ জন, যা ৫৩.৮৭ শতাংশ। এছাড়া অন্যান্য পাশ করেছেন ৬ জন। ১ থেকে ১০ এর মধ্যে রয়েছেন ১৭৭ জন।

পর্ষদের তরফে গতকালই ঘোষণা করা হয় যে, যে চারটি প্রশ্ন নিয়ে বিতর্ক ছিল, সেগুলির ক্ষেত্রে পুরো নম্বর দেওয়া হয়েছে। এই চারটি প্রশ্ন হয় ছাপাতে ভুল করেছে পর্ষদ, নইলে কোন প্রশ্নের অপশনে ভুল রয়েছে, বা কোন প্রশ্নে তথ্যগত ভুল রয়েছে। সেই কারণে পর্ষদ কোনো বিতর্কে না গিয়ে পুরো নম্বর দিয়েছে।

প্রাইমারি টেট ২০২২ এর রেজাল্ট কীভাবে চেক করবেন (How to Check Primary TET Result 2022)

প্রাইমারি টেট ২০২২ এর রেজাল্ট চেক করার জন্য www.wbbpeonline.com ওয়েবসাইটে যান। অথবা আপনি www.wbbpe.org ওয়েবসাইট থেকেও রেজাল্ট দেখতে পারবেন বলে পর্ষদের তরফে জানানো হয়েছে।