Projecter Under 10000: ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ দেখুন ১৫০ ইঞ্চি স্ক্রিনে, দাম শুরু মাত্র ৬৪৯৯ টাকা থেকে

আগামীকাল ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচ। আর এই ম্যাচ যারা বড় স্ক্রিনে দেখতে চান, তাদের জন্য আছে বিশেষ সুখবর! আসলে Portronics এবং Zebronics তাদের কয়েকটি…

আগামীকাল ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচ। আর এই ম্যাচ যারা বড় স্ক্রিনে দেখতে চান, তাদের জন্য আছে বিশেষ সুখবর! আসলে Portronics এবং Zebronics তাদের কয়েকটি প্রজেক্টর ডিভাইসের সাথে অনেক ডিসকাউন্ট দেওয়ার কথা ঘোষণা করেছে। যার পর ডিভাইসগুলিকে নূন্যতম ৯,৯৯৯ টাকা খরচ করে বাড়ি নিয়ে আসা সম্ভব। সর্বোপরি প্রজেক্টর কিনলে আপনারা ১৫০-২০০ ইঞ্চি পর্যন্ত বৃহদাকার স্ক্রিনে পছন্দসই কনটেন্ট প্রজেক্ট করে সপরিবারে তা দেখতে পারবেন, যা কিনা অধিক মূল্যের টেলিভিশনে সম্ভব নয়! চলুন কোন কোন প্রজেক্টরের সাথে কিরকম অফার জারি করা হয়েছে তা দেখে নেওয়া যাক…

Portronics BEEM 200 Plus:

পোর্ট্রনিক্সের এই প্রজেক্টরের এমআরপি (MRP) ১৯,৯৯৯ টাকা। তবে ই-কমার্স সাইট অ্যামাজন থেকে এটিকে আপনারা ফ্লাট ১০,৫০০ টাকা ছাড়ের সাথে মাত্র ৯,৪৯৯ টাকায় পেয়ে যাবেন। এর স্ক্রিন সাইজ ১৫০-ইঞ্চি। এতে – ভিজিএ পোর্ট, এসডি কার্ড স্লট, ইউএসবি পোর্ট এবং এইচডিএমআই পোর্টের মতো যাবতীয় প্রয়োজনীয় কানেক্টিভিটি বিকল্প বিদ্যামান রয়েছে। ফলে আপনারা সহজেই এই প্রজেক্টরটি – ফোন, ল্যাপটপ, বা পিসি -এর সাথে সংযুক্ত করতে পারবেন। এতে ইউএসবি মিররিং বিকল্পও উপলব্ধ। এর মাধ্যমে ফোনে থাকা কনটেন্ট সরাসরি প্রজেক্টরের বড় স্ক্রিন কাস্ট করা যাবে। এতে একটি ৪ ওয়াটের ইন-বিল্ট স্পিকার রয়েছে।

Portronics Beem 420 LED Projector:

পোর্ট্রনিক্স ব্র্যান্ডিংয়ের এই প্রজেক্টরের দাম সামান্য বেশি অর্থাৎ ৩৪,৯৯৯ টাকা। কিন্তু অ্যামাজনে এটিকে এখন কেবল ৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। অর্থাৎ ডিসকাউন্টের পরিমান থাকছে ২৫,০০০ টাকা। এই ডিভাইসটি ২৫০-ইঞ্চির স্ক্রিন অফার করে। এতেও কানেক্টিভিটির জন্য – ভিজিএ পোর্ট, এসডি কার্ড স্লট, ইউএসবি পোর্ট এবং এইচডিএমআই পোর্ট সামিল রয়েছে। এছাড়া ৫ ওয়াটের ইন-বিল্ট স্পিকার উপলব্ধ থাকছে।

Zebronics Pixaplay 11 Portable LED Projector:

জেব্রনিক্স পিক্সাপ্লে ১১ পোর্টেবল এলইডি প্রজেক্টরের এমআরপি (MRP) ১৪,৪৪৯ টাকা। এই মুহূর্তে আপনারা অ্যামাজন থেকে এটিকে ৭.৯৫০ টাকা ছাড়ের সাথে মাত্র ৬,৪৯৯ টাকায় কিনে নিতে পারবেন। বিশেষত্বের কথা বললে, উক্ত প্রজেক্টরের স্ক্রিন সাইজ ১৫০-ইঞ্চি। এতে – ভিজিএ পোর্ট, এসডি কার্ড স্লট, ইউএসবি পোর্ট এবং এইচডিএমআই পোর্টের মতো কানেক্টিভিটি অপশন অন্তর্ভুক্ত থাকছে। ফলে – স্মার্টফোন, ল্যাপটপ বা পিসি -এর সাথে এই ডিভাইসটি সহজেই সংযুক্ত করা সম্ভব। এতে ইন-বিল্ড স্পিকার সিস্টেমও বর্তমান।

Zebronics Newly Launched LP1000 LED Projector:

জেব্রনিক্সের এই প্রজেক্টরের এমআরপি (MRP) ১৯,৯৯৯ টাকা। তবে অ্যামাজনে এটিকে কেবল ৯,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। অর্থাৎ ফ্লাট ১০,০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এর স্ক্রিন সাইজ ১৫০-ইঞ্চি। এতেও – ভিজিএ পোর্ট, এসডি কার্ড স্লট, ইউএসবি পোর্ট এবং এইচডিএমআই পোর্ট পেয়ে যাবেন আপনারা। এছাড়া উপরে উল্লেখিত প্রত্যেকটি প্রজেক্টরের মতো জেব্রনিক্সের এই মডেলেও ইন-বিল্ড স্পিকার রয়েছে।