দেশীয় কোম্পানি Ptron সস্তায় দীর্ঘ ব্যাটারি লাইফ সহ লঞ্চ করল Bassbuds Ultima ওয়্যারলেস ইয়ারবাড

ভারতীয় বাজারে লঞ্চ হল Ptron এর নতুন ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাড (TWS) Bassbuds Ultima। Ptron দাবি করছে যে এটিই অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার সহ ভারতে নির্মিত প্রথম ইয়ারবাড। অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচার ছাড়াও ইয়ারবাডটিতে আছে ব্লুটুথ ভার্সন ৫.০, আইপিএক্স৪ সার্টিফিকেশন, গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট ও ১৫ ঘন্টার প্লেব্যাক টাইম। আসুন দেখে নেওয়া যাক Ptron Bassbuds Ultima ইয়ারবাডটির দাম, প্রাপ্যতা এবং স্পেসিফিকেশন।

Ptron Bassbuds Ultima ইয়ারবাডটির দাম এবং প্রাপ্যতা

Ptron Bassbuds Ultima ইয়ারবাডটির দাম নির্ধারণ করা হয়েছে ১,৬৯৯ টাকা। ইয়ারবাডটি শুধু মাত্র কালো রঙের একটি ভ্যারিয়েন্টেই এসেছে। উল্লেখযোগ্য বিষয়, ইয়ারবাডটি আসন্ন ‘অ্যামাজন প্রাইম ডে’ উপলক্ষে ১,৪৯৯ টাকায় বিক্রি হবে।

Ptron Bassbuds Ultima ইয়ারবাডটির স্পেসিফিকেশন

আগেই বলেছি, এই ইয়ারবাডটিই দেশীয় প্রযুক্তিতে তৈরী প্রথম অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) ফিচার সহ এসেছে। প্রয়োজন অনুসারে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচারটি অন এবং অফ করা যায়। এটি সর্বোচ্চ ৩০ ডেসিবেল পর্যন্ত নয়েজ ক্লিয়ার করতে পারে। এছাড়া ইয়ারবাডটিতে টাচ কন্ট্রোলের সুবিধা থাকায় মিউজিক প্লেব্যাক, কল অ্যাক্টিভ বা রিজেক্ট, ভলিউম বাড়ানো বা কমানো এবং স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত ভয়েজ অ্যাসিস্ট্যান্টকে নিয়ন্ত্রণ করা অনেক সহজ হবে। ইয়ারবাডটি গুগল অ্যাসিস্ট্যান্ট এবং সিরি ভয়েজ অ্যাসিস্ট্যান্টকে সাপোর্ট করে। এছাড়া এই ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডটি ১০ মিমি (mm) ডাইনামিক ড্রাইভারের সাথে এসেছে, ফলে এটিতে গম্ভীর ব্যাস সহ আরও শক্তিশালী স্টিরিও সাউন্ড পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের কথা বলতে গেলে, Ptron দাবী করেছে যে, Bassbuds Ultima ইয়ারবাডটি মাত্র ১০ মিনিটের চার্জে ৯০ মিনিট পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করে। পাশাপাশি এটি একটি ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্টের সাথে এসেছে। ইয়ারবাডটি সম্পূর্ণ চার্জ হতে ১.৫ ঘন্টা সময় লাগে। চার্জিং কেস সহ ইয়ারবাডটি ১৫ ঘন্টা পর্যন্ত চলতে সক্ষম। প্রতিটি ইয়ারবাডে দুটি করে মাইক্রোফোনসহ রয়েছে একটি কোয়াড মাইক্রোফোন সেটআপ। ব্লুটুথ ভার্সন ৫.০ থাকায় এটিকে ১০ মিটার দূরত্ব থেকেও চালনা করা যায়। ইয়ারবাডটিকে অ্যান্ড্রয়েড এবং আইওএস (iOS) উভয় ডিভাইসেই কানেক্ট করা যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন