দাম শুরু মাত্র ৭৯৯ টাকা থেকে, pTron Basspods 251+, Basspods P11 ইয়ারফোন বাজারে এল

এবার ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করল pTron সংস্থার দুটি নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড। এগুলি হল Basspods 251+ এবং Basspods P11। উভয়ই ইয়ারবাডে রয়েছে ব্লুটুথ ৫.০ ভার্সন এবং এগুলি অ্যালেক্সা, গুগল অ্যাসিস্ট্যান্ট এবং সিরি ভয়েস অ্যাসিস্টেন্ট সাপোর্ট সহ এসেছে। চলুন দেখে নেওয়া যাক নতুন pTron Basspods 251+ এবং Basspods P11 ইয়ারফোনগুলির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

pTron Basspods 251+ এবং Basspods P11 ইয়ারফোনগুলির দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে পিট্রোন বেসপডস ১১ ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ৭৯৯ টাকা। অন্যদিকে বেসপডস ২৫১+ ইয়ারফোনের দাম রাখা হয়েছে ৯৯৯ টাকা। উভয় ইয়ারফোনই ফ্লিপকার্টে উপলব্ধ। তবে ব্ল্যাক এবং হোয়াইট এই দুটি কালারে এসেছে বেসপডস ২৫১+ ইয়ারফোন এবং পিট্রোন বেসপডস ১১ ইয়ারফোনটি ব্ল্যাক কালারে পাওয়া যাবে। উভয় ইয়ারফোনের সাথে ক্রেতারা পাবেন এক বছরের ওয়্যারেন্টি।

pTron Basspods 251+ এবং Basspods P11 ইয়ারফোনগুলির ফিচার এবং স্পেসিফিকেশন

পেট্রন সংস্থার নবাগত দুটি ইয়ারফোনের স্পেসিফিকেশন প্রসঙ্গে বলতে গেলে উভয় ইয়ারফোনই বিটি ৫.১ চিপসেট দ্বারা চালিত এবং এতে ফাস্ট পেয়ারি সাপোর্ট করবে। তাছাড়া অ্যালেক্সা, গুগল অ্যাসিস্ট্যান্ট এবং সিরি ভয়েস অ্যাসিস্টেন্ট সাপোর্ট করায় ভয়েস কমান্ডের মাধ্যমে এগুলিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এমনকি টাচ কন্ট্রোল সমর্থনকারী ইয়ারবাডগুলি মোনো এবং ডুয়াল উভয় সাউন্ড কোয়ালিটি সরবরাহ করতে সক্ষম। আবার ইউএসবি টাইপ সি চার্জারের মাধ্যমে এগুলিকে চার্জ দেওয়া যাবে।

সংস্থার মতে, pTron Basspods P11 ইয়ারফোন একবার চার্জে ৮ ঘন্টা ব্যাটারি লাইফ অফার করার পাশাপাশি কেস সমেত ২৪ ঘন্টা প্লেব্যাক টাইম অফার করতে সক্ষম। তাছাড়া এর ডিজিটাল ডিসপ্লে ব্যবহারকারীকে ব্যাটারি লাইফ সম্পর্কে জানান দেবে। শুধু তাই নয়, এই ইয়ারফোনে ব্যবহৃত হয়েছে ১০ এমএম ড্রাইভার। তদুপরি নতুন এই ইয়ারফোন প্যাসিভ নয়েজ ক্যান্সলেশন এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট সহ এসেছে এবং ইয়ারফোনটি জল প্রতিরোধী IPX4 রেটিং প্রাপ্ত ।

অন্যদিকে, pTron Basspods 251+ ইয়ারফোনটি একবার চার্জে ১০ ঘন্টা ব্যাটারী লাইফ অফার করবে এবং কেস সমেত ৫০ ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকবে। তবে এতে ব্যবহৃত হয়েছে ১২ এমএম ড্রাইভার। তাছাড়া এটি এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট এর পাশাপাশি জল থেকে সুরক্ষা দিতে IPX4 রেটিংসহ এসেছে।