মাত্র ৯৯৯ টাকায় pTron আনলো Tangent Plus V2 নেকব্যান্ড ইয়ারফোন

তেলেঙ্গানা ভিত্তিক কোম্পানি pTron লঞ্চ করল তাদের নতুন এবং অত্যাধুনিক ব্লুটুথ নেকব্যান্ড ইয়ারফোন ট্যানজেন্ট প্লাস ভার্সন ২ (Tangent Plus V2)। Tangent Plus V2 ইয়ারফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ৯৯৯ টাকায়। ইয়ারফোনটি রাড্ডি রেড, ব্লিডিং ব্লু এবং টাইটেনিয়াম গ্ৰে- এই তিনটি কালারে পাওয়া যাবে। ব্লুটুথ নেকব্যান্ড ট্যানজেন্ট প্লাস ভার্সন ২, ইয়ারফোনটিতে আছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট, দুর্দান্ত স্টিরিও সাউন্ডের জন্য ১০ এমএম (mm) ডায়নামিক ড্রাইভ, নিখুঁত উচ্চ ফ্রিকোয়েন্সি এবং মেগা ব্যাসের মতো গুরুত্বপূর্ণ কিছু ফিচার। আসুন pTron ব্লুটুথ নেকব্যান্ড Tangent Plus V2 ইয়ারফোনটির স্পেসিফিকেশন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

pTron Tangent Plus V2 ইয়ারফোনের স্পেসিফিকেশন

ট্যানজেন্ট প্লাস ভার্সন ২ (Tangent Plus V2) নেকব্যান্ড ইয়ারফোনের মাধ্যমে ফোনে একদম পরিষ্কার কথা বলার জন্য আছে বিল্ড-ইন এইচডি (HD) মাইক, কানেক্টিভিটির জন্য আছে সর্বাধিক স্থিতিশীল ব্লুটুথ ৫.০ এবং পাওয়া যাবে সর্বোত্তম ব্যাটারি লাইফ।

pTron Tangent Plus ইয়ারফোনটি এসেছে ১০ এমএম (mm) ডায়নামিক ড্রাইভার সহ, ফলে দুর্দান্ত স্টেরিও সাউন্ড, নিখুঁত উচ্চ ফ্রিকোয়েন্সি এবং মেগা ব্যাস সাউন্ড পাওয়া যাবে। জিম, ওয়ার্ক আউট, দৌড় ও অন্যান্য ঘাম ঝরানো ব্যায়াম করার সময়ও যাতে আপনি ইয়ারফোনটি সাবলীলভাবে ব্যবহার করতে পারেন সেই জন্য আছে আইপিএক্স ৪ (IPX4) ফিচার যা জল/ঘাম প্রতিরোধ ক্ষমতা বিশিষ্ট।

ইয়ারফোনটিতে তিনটি বাটন রয়েছে, যার মাধ্যমে আপনি হাতের ব্যবহার ছাড়াই ফোন কল রিসিভ, এন্ড এবং হ্যাঙ্গ-আপ কল নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়া এই বাটনগুলির মাধ্যমে আপনি মিউজিক চালাতে, বন্ধ করতে, আপনার প্লে লিস্টের পূর্ববর্তী ও পরবর্তী গানে স্যুইচ করতে এবং একটি বাটন দিয়ে আপনার ফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্টকে সক্রিয় করতে পারবেন।

pTron Tangent Plus ব্লুটুথ নেকব্যান্ড ইয়ারফোনটিতে ২২০ এমএএইচ (mAh) ব্যাটারি থাকায়, মাত্র একবার সম্পূর্ণ চার্জে সর্বোচ্চ ১৮ ঘন্টা পর্যন্ত টানা মিউজিক শোনা বা ফোনে কথা বলা যাবে। ইয়ারফোনটি সম্পূর্ণ চার্জ হতে ১ ঘন্টা সময় লাগে এবং ২০০ ঘন্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম সরবরাহ করে। এই স্পোর্টস ওয়্যারলেস ইয়ারফোনটি এসেছে ফাস্ট চার্জ প্রযুক্তি সহযোগে, কোম্পানির দাবি এটি ১০ মিনিট চার্জে ৬ ঘন্টা প্লেব্যাক টাইম দেবে।