জনপ্রিয় Realme 3 Pro ফোনে এল সর্বশেষ বড় আপডেট Android 11 বেসড realme UI 2.0

Realme চলতি সপ্তাহে তাদের Android 12 বেসড Realme UI 3.0 কাস্টম রম লঞ্চ করেছে। যদিও এখনও কোম্পানির অনেক ফোনেই পুরানো Android 11 বেসড Realme UI 2.0 কাস্টম ওএস আপডেট এসে পৌঁছায়নি। এতদিন সেই তালিকায় ছিল Realme 3 Pro ফোনটির নাম। তবে আজ থেকে এই বাজেট ফোনের জন্য Realme UI 2.0 (স্টেবল) রোল আউট শুরু হয়েছে।

রিয়েলমি কমিউনিটি থেকে জানা গেছে, Realme 3 Pro ফোনের জন্য আসা এই আপডেটের ফার্মওয়্যার ভার্সন RMX1851EX_11.F.05। তবে সেই সমস্ত ফোনে আপডেট যাবে, যাদের বর্তমান ফার্মওয়্যার ভার্সন RMX1851EX_11.F.04। উল্লেখ্য, ফোনটি গত জুলাই মাসে Realme UI 2.0 Early Access (বিটা) পায়।

জানিয়ে রাখি, রিয়েলমি ৩ প্রো অ্যান্ড্রয়েড ৯.০ পাই বেসড কালারওএস ৬ সহ লঞ্চ হয়েছিল। এরপর গত বছর ফোনে অ্যান্ড্রয়েড ১০ বেসড রিয়েলমি ইউআই আপডেট আসে। এখন এই ফোনে অ্যান্ড্রয়েড ১১ আপডেটও চলে এল, ফলে এরপর রিয়েলমি ৩ প্রো আর কোনো বড় সফটওয়্যার আপডেট পাবে না।

বাজেট রেঞ্জে আসার কারণে এই ফোনটি যথেষ্ট সাড়া পেয়েছিল। লঞ্চের পরপরই এটি রেডমি নোট ৭ প্রো-র মুখ্য প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। উন্নত হার্ডওয়্যার স্পেসিফিকেশন থাকার কারণে ফোনটি তিনটি অ্যান্ড্রয়েড আপডেট পেয়েছে। আপনি যদি এই ফোনটি ব্যবহার করেন এবং উল্লেখিত ফার্মওয়্যার ভার্সন থাকে তাহলে নতুন আপডেটের নোটিফিকেশন পেয়ে যাবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন