Punjab Politics TV: ভোটের সময় শান্তি বিঘ্নর অভিযোগে পাঞ্জাব পলিটিক্স টিভির ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ হল

তথ্য ও সম্প্রচার মন্ত্রক (Ministry of Information and Broadcasting) মঙ্গলবার পাঞ্জাব পলিটিক্স টিভির অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি ব্লক করল। এরা নিষিদ্ধ সংগঠন শিখস ফর জাস্টিস বা এসএফজে (SFJ) এর সাথে যুক্ত বলে মন্ত্রকের তরফে জানানো হয়েছে। উল্লেখ্য, এই সংগঠন বিধানসভা নির্বাচনের সময় জনশৃঙ্খলা বিঘ্নিত করার জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। সেইকারণে এসএফজে কে আগেই বেআইনী কার্যকলাপ (প্রতিরোধ) আইন, ১৯৬৭ এর অধীনে অবৈধ ঘোষণা করা হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, চলমান রাজ্য বিধানসভা নির্বাচনের সময় এসএফজে ও পাঞ্জাব পলিটিক্স টিভি জনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করছে। গোয়েন্দা তথ্যের উপর নির্ভর করে সেইকারণে মন্ত্রণালয় ১৮ ফেব্রুয়ারি আইটি রুলসের অধীনে পাঞ্জাব পলিটিক্স টিভির ডিজিটাল মিডিয়া রিসোর্সগুলি বন্ধ করার সিদ্ধান্ত নেয়।

মন্ত্রণালয় উল্লেখ করেছে যে, ব্লক করা অ্যাপ, ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির বিষয়বস্তুতে সাম্প্রদায়িক বিভেদ, বিচ্ছিন্নতাবাদকে উস্কে দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, রাষ্ট্রের নিরাপত্তা এবং জনশৃঙ্খলার জন্য ক্ষতিকারক বলে প্রমাণিত হয়েছে।

প্রসঙ্গত, পাঞ্জাবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ১০ মার্চ ফলাফল ঘোষণা করা হবে।