Qi2 Charging: অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করা যাবে Apple এর Magsafe চার্জিং টেকনোলজি? প্রবল সম্ভাবনা

কনজিউমার ইলেকট্রনিক্স শো ২০২৩ (CES 2023) ইভেন্টে ওয়্যারলেস পাওয়ার কনসোর্টিয়াম ঘোষণা করল নতুন ওয়্যারলেস চার্জিং স্ট্যান্ডার্ড, Qi2। এটি গত ১৫ বছর ধরে ওয়্যারলেস চার্জিং স্ট্যান্ডার্ড…

কনজিউমার ইলেকট্রনিক্স শো ২০২৩ (CES 2023) ইভেন্টে ওয়্যারলেস পাওয়ার কনসোর্টিয়াম ঘোষণা করল নতুন ওয়্যারলেস চার্জিং স্ট্যান্ডার্ড, Qi2। এটি গত ১৫ বছর ধরে ওয়্যারলেস চার্জিং স্ট্যান্ডার্ড হিসেবে বিবেচিত হওয়া Qi এর উত্তরসূরী হিসেবে এসেছে।

এই বিষয়ে ওয়্যারলেস পাওয়ার কনসোর্টিয়ামের প্রধান, পল স্ট্রুহসাকার বলেছেন যে, ইউজার এবং রিটেলাররা আগের কিউআই ওয়্যারলেস চার্জিং স্ট্যান্ডার্ডকে বিভ্রান্তিকর বলে মনে করছিলেন। তিনি বলেন, সমস্যাটি ছিল কিউআই-সার্টিফাইড এবং নন-কিউআই-সার্টিফাইড ডিভাইসগুলির মধ্যে পার্থক্য করার ক্ষেত্রে, যার ফলে ব্যবহারকারীর অভিজ্ঞতা এবং নিরাপত্তার সমস্যা দেখা দিচ্ছিল।

তবে এই সমস্ত সমস্যার সমাধান করে, ওয়্যারলেস পাওয়ার কনসোর্টিয়াম এখন Qi2 ওয়্যারলেস চার্জিং স্ট্যান্ডার্ড এর ঘোষণা করেছে। ফলে এখন ডিভাইসগুলি নিরাপদ এবং দুর্দান্ত অভিজ্ঞতা দেবে। নতুন Qi2, ওয়্যারলেস চার্জিংয়ের জন্য বিশ্বব্যাপী স্ট্যান্ডার্ড হিসেবে বিবেচিত হবে।

Apple এর Magsafe ইতিমধ্যেই Qi2 স্ট্যান্ডার্ড মেনে তৈরী

অ্যাপল নতুন এই ওয়্যারলেস চার্জিং স্ট্যান্ডার্ড, Qi2 ডেডেলপ করতে বড় ভূমিকা গ্রহণ করেছে। তারা ইতিমধ্যেই এই স্ট্যান্ডার্ড মেনে Magsafe চার্জিং টেকনোলজি তৈরী করেছে। আবার নতুন স্ট্যান্ডার্ডের মতো Magsafe চার্জিং টেকনোলজি ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। তাই এখন প্রশ্ন আসতে পারে যে অ্যাপলের চার্জিং টেকনোলজি কি অ্যান্ড্রয়েড ফোনে সাপোর্ট করবে?

সেক্ষেত্রে জানিয়ে রাখি, Samsung ইতিমধ্যেই নতুন ওয়্যারলেস চার্জিং স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করছে। আশা করা যায় অন্যান্য ব্র্যান্ডও কাজ শুরু করবে‌। ফলে অদূর ভবিষ্যতে আমরা অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপলের Magsafe চার্জিং টেকনোলজি ব্যবহার করলেও করতে পারি।