জনপ্রিয় চীনা ব্র্যান্ড QJ Motor ভারতে ইনিংস শুরু করল, একসঙ্গে চারটি বাইক লঞ্চ, দাম জেনে নিন

জন্মসূত্রে চীনা টু-হুইলার প্রস্তুতকারী কিউজে মোটরস (QJ Motors) সদ্য ভারতে প্রবেশ করেছে। আদিশ্বর অটো রাইড ইন্ডিয়া (Adiswar Auto Ride India)-র হাত ধরে সংস্থাটির এদেশে আগমন…

জন্মসূত্রে চীনা টু-হুইলার প্রস্তুতকারী কিউজে মোটরস (QJ Motors) সদ্য ভারতে প্রবেশ করেছে। আদিশ্বর অটো রাইড ইন্ডিয়া (Adiswar Auto Ride India)-র হাত ধরে সংস্থাটির এদেশে আগমন ঘটেছিল। ভারতের গাড়ির বাজারে পা রেখেই এক সাথে চার চারটি বাইকের ঝলক দেখিয়েছিল কিউজে মোটরস। এবারে তাদের দাম ঘোষণা করল সংস্থা। লঞ্চ হওয়া SRC 250, SRV 300, SRK 400 এবং SRC 500 – প্রতিটি মোটরবাইকের মূল্য ঘোষণা করা হয়েছে। আসুন এক নজরে কিউজের মোটরসাইকেলগুলির দাম ও বিস্তারিত বিবরণ জেনে নিই।

QJ SRC 250

প্রথম মডেলটি হল SRC 250। এটি একটি ওল্ড-স্কুল ডিজাইনের বাইক। এতে রয়েছে একটি গোলাকৃতি হেডলাইট, সিঙ্গেল পর্ট ইন্সট্রুমেন্ট কনসোল এবং টিউবুলার গ্র্যাবরেলের সাথে সিঙ্গেল পিস সিট। এছাড়া আছে ২৪৯ সিসি টুইন সিলিন্ডার মিল। যা থেকে ১৭.৫ বিএইচপি শক্তি এবং ১৬.৫ এনএম টর্ক উৎপন্ন হবে। থাকছে একটি ৫-স্পিড গিয়ার বক্স। SRC 250-এর হার্ডওয়্যারের মধ্যে উপস্থিত একটি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, ডুয়েল রিয়ার স্প্রিং, ২৮০ মিমি ফ্রন্ট ডিস্ক এবং ২৪০ মিমি রিয়ার ডিস্ক। এছাড়া সামনে ও পেছনে যথাক্রমে ১৮ ও ১৫ ইঞ্চি স্পোক হুইল রয়েছে। এর দাম ১.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে।

QJ SRV 300

দ্বিতীয় মডেলটি হল SRV 300। এটি একটি ক্রুজার বাইক। চলার শক্তি জোগাতে এতে দেওয়া হয়েছে একটি ২৯৬ সিসি V-twin ইঞ্জিন। যা থেকে ৩০ বিএইচপি শক্তি এবং ২৬ এনএম টর্ক উৎপাদিত হবে। আকারে বড়সড় মোটরসাইকেলটির ফুয়েল ট্যাঙ্কটি কাঠবাদাম আকৃতির। সাথে রয়েছে বৃহৎ রিয়ার ফেন্ডার এবং মোটা এগজস্ট। এটি ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং ডুয়েল রিয়ার স্প্রিংয়ে ছুটবে। ব্রেকিংয়ের দায়িত্ব সামলাতে আছে এবিএস সহ একটি ২৮০ মিমি ফ্রন্ট এবং ২৪০ মিমি রিয়ার ডিস্ক। SRV 300-এর সামনে ও পেছনে রয়েছে যথাক্রমে ১২০/৮০-১৬ ও ১৫০/৮০-১৫ সেকশন টায়ার। এর মূল্য ৩.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে।

QJ SRK 400

পরবর্তী মোটরসাইকেলটির নাম SRK 400। দেখানো মডেলগুলির মধ্যে একমাত্র এতেই স্পোর্টস শার্প বডিওয়ার্ক লক্ষ্য করা গিয়েছে। অর্থাৎ তরুণ প্রজন্মের জন্য এটি বেশ আকর্ষণীয়। বাইকটিতে রয়েছে ডুয়েল এলইডি প্রোজেক্টর, এলইডি ডিআরএল, একটি টিএফটি স্ক্রিন, এবং ব্যাকলিট সুইচগিয়ার। স্ট্রিট ফাইটার মডেলটিতে দেওয়া হয়েছে একটি ৪০০ সিসি ইনলাইন টুইন ইঞ্জিন, যা থেকে ৪০.৯ বিএইচপি শক্তি এবং ৩৭ এনএম টর্ক পাওয়া যাবে। ইঞ্জিনের সাথে সংযুক্ত ৬-স্পিড গিয়ারবক্স। SRK 400-এর সামনে ইউএসডি ফর্ক, পেছনে মোনোশক, ডুয়েল চ্যানেল এবিএস সহ ২৬০ মিমি ফ্রন্ট ডিস্ক এবং ২৪০ মিমি রিয়ার ডিস্ক রয়েছে। SRK 400-এর দাম ৩.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে আরম্ভ হচ্ছে।

QJ SRC 500

একদম শেষে রয়েছে SRC 500। SRC 250-এর মতো 500-ও রেট্রো মডেল। তাই এতে একটি গোলাকৃতি হেডল্যাম্প দেওয়া হয়েছে। কিউজে মোটরস এতে একটি রিবড সিট এবং পাশে টিউবুলার গ্র্যাবরেল দিয়েছে। আবার বাইকটির একাধিক অংশে ক্রোমের ছোঁয়া নজরে পড়েছে। এতে একটি ৪৮০ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন রয়েছে। যা থেকে ২৫.৫ বিএইচপি শক্তি এবং ৩৬ এনএম টর্ক উৎপন্ন হবে। সাসপেনশন হিসাবে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং ডুয়েল রিয়ার শক উপস্থিত। SRC 500-এর দাম ২.৬৯ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে।