বাজেটের মধ্যে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সাপোর্ট, Snapdragon 6 Gen 1 ও Snapdragon 4 Gen 1 প্রসেসর লঞ্চ হল

গতবছর ডিসেম্বরে কোয়ালকম (Qualcomm) নতুন ধরণের নামকরণের সাথে ফ্ল্যাগশিপ-রেঞ্জের Snapdragon 8 Gen 1 প্রসেসরটি লঞ্চের মাধ্যমে তাদের 8 সিরিজে বড় বদল এনেছে। আবার, এবছর মে মাসে লঞ্চ হওয়া Snapdragon 7 Gen 1 চিপসেটটি নতুন নামকরণে Snapdragon 7 সিরিজের পরিবর্তনকে চিহ্নিত করেছে। আর এখন, কোয়ালকমের 6 সিরিজ এবং 4 সিরিজের অধীনে উন্মোচিত হয়েছে যথাক্রমে, Snapdragon 6 Gen 1 এবং Snapdragon 4 Gen 1 প্রসেসর দুটি। এই নতুন প্রসেসরগুলি মিড-রেঞ্জ এবং লো-এন্ড সেগমেন্টে মিডিয়াটেক (MediaTek)-এর সাম্প্রতিক অফারগুলির সাথে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য এসেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হল, এই দুটি চিপসেটই ৫জি-এনেবল। জানা গেছে, Snapdragon 4 Gen 1 শীঘ্রই আত্মপ্রকাশ করবে, তবে 6 Gen 1 আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে মিড রেঞ্জ হ্যান্ডসেটের সাথে বাজারে উপলব্ধ হবে৷ চলুন কোয়ালকমের এই নয়া প্রসেসরগুলির সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১-এর স্পেসিফিকেশন (Qualcomm Snapdragon 6 Gen 1 Specifications)

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপটি একটি ৪ ন্যানোমিটার উৎপাদন প্রক্রিয়া ব্যবহার করে। তবে, এটি স্যামসাং (Samsung)-এর নাকি টিএসএমসি (TSMC)-এর, তা এখনও নির্দিষ্ট করেনি সংস্থা। পূর্ববর্তী রিপোর্টগুলি অবশ্য স্যামসাংকেই নির্দেশ করে, যারা স্ন্যাপড্রাগন ৭ জেন ১ তৈরি করেছে। এই নয়া প্রসেসরটি যথেষ্ট দক্ষ হবে এবং এটি ৬ ন্যানোমিটার নোডে নির্মিত স্ন্যাপড্রাগন ৬৯৫-কে প্রতিস্থাপন করবে বলে আশা করা হচ্ছে।

স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসরটি ১২ বিট স্পেকট্রা ট্রিপল আইএসপি ব্যবহার করে এবং এইচডিআর (HDR) ইমেজ ক্যাপচারিং এবং ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সাপোর্ট অফার করে। এটি স্পষ্টতই স্মার্টফোন নির্মাতাদের মিড-রেঞ্জ বিভাগে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা স্মার্টফোন লঞ্চ করার জন্য পথ সুগম করে দেবে। প্রসেসরটি এইচডিআর ভিডিও রেকর্ডিং করতেও সক্ষম। এছাড়া, এটি সপ্তম প্রজন্মের কোয়ালকম এআই ইঞ্জিন ব্যবহারের মাধ্যমে এআই (AI) ক্ষমতার ফিচারগুলি সাপোর্ট করে। এটি বোকেহ এফেক্টকে বাড়িয়ে তোলে এবং সাধারণ পারফরম্যান্স এবং পাওয়ার এফিসিয়েন্সি উন্নত করে। স্ন্যাপড্রাগন ৬ জেন ১ ওয়াই-ফাই ৬ই অফার করবে এবং চতুর্থ প্রজন্মের স্ন্যাপড্রাগন এক্স৬২ ৫জি মডেম ব্যবহার করবে।

এছাড়া, কোয়ালকম তাদের মিড-রেঞ্জ প্রসেসরটির জন্য সিপিইউ কনফিগারেশন পুনর্বিন্যাস করেছে। ২টি পারফরম্যান্স কোর এবং ৬টি এফিসিয়েন্সি কোর যুক্ত সাধারণ আর্কিটেকচারের পরিবর্তে, কোম্পানি একটি ৪+৪ আর্কিটেকচার নিয়ে এসেছে৷ এর পারফরম্যান্স কোরগুলি হল কর্টেক্স-এ৭৮ (Cortex-A78) কোর, যা এআরএমভি৮ (ARMv8) আর্কিটেকচারে চালু করা সর্বশেষ মিড-পারফরম্যান্স কোর হয়ে দাঁড়িয়েছে। কোয়ালকম জানিয়েছে যে, Snapdragon 6 Gen 1 Snapdragon 695 তুলনায় ৪০% ভালো পারফরম্যান্স প্রদান করবে। তবে, ব্যবহারকারীরা দক্ষতার ওপর সামান্য প্রভাব অনুভব করতে পারেন। প্রসেসরটিতে একটি এলপিডিডিআর৫ (LPDDR5) মেমরি কন্ট্রোলার সাপোর্ট করে, তবে, হাই-এন্ড স্ন্যাপড্রাগন সিরিজে কোয়ালকম যা ব্যবহার করছে, তার চেয়ে এটি কিছুটা ধীর। Snapdragon 6 Gen 1 চালিত প্রথম স্মার্টফোনগুলি ২০২৩-এর প্রথম ত্রৈমাসিকের মধ্যে বাজারে আসবে।

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ১-এর স্পেসিফিকেশন ( Qualcomm Snapdragon 4 Gen 1 Specifications)

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ১ আধুনিক ৪ ন্যানোমিটার প্রক্রিয়ার পরিবর্তে ৬ ন্যানোমিটার স্ট্যান্ডার্ড ব্যবহার করে। বাজারে বিদ্যমান স্ন্যাপড্রাগন ৪৮০-এর তুলনায় এটি সামান্য আপগ্রেডের সাথে এসেছে। প্রধান আপগ্রেড হল দুটি এআরএম কর্টেক্স-এ৭৮ (ARM Cortex-A78) কোরের উপস্থিতি, যা ছয়টি এআরএম কর্টেক্স-এ৫৫ (ARM Cortex-A55) কোরের সাথে যুক্ত। লো-এন্ড বিভাগের জন্য, কোয়ালকম ২ + ৬ আর্কিটেকচারের সাথেই আপাতত কাজ করবে। বড় কোরগুলির জন্য সিপিইউ ফ্রিকোয়েন্সি ২.০ গিগাহাটর্জে সীমাবদ্ধ। সংস্থা জানিয়েছে যে, নতুন চিপসেটে স্ন্যাপড্রাগন ৪৮০-এর তুলনায় ১৫% কর্মক্ষমতা বৃদ্ধি পেয়েছে। প্রসেসরটি একটি নতুন অ্যাড্রেনো (Adreno) জিপিইউ-এর সাথে যুক্ত এবং এটি একটি এলপিডিডিআর৪এক্স-৪২৬৬ মেমরি কন্ট্রোলার ব্যবহার করে। স্ন্যাপড্রাগন ৪ জেন ১-এর ক্যামেরা আইএসপি তার পূর্বসূরির মতোই। তবে, স্মার্টফোন নির্মাতারা এখন এই চিপসেটের সাথে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত করতে পারবেন। আগের ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা সীমার তুলনায় এটি একটি বড় আপগ্রেড।

Qualcomm Snapdragon 4 Gen 1 ৫জি সংযোগ সাপোর্ট করে, তবে, স্ন্যাপড্রাগন এক্স৫১ (Snapdragon X51) মডেম ব্যবহারের মাধ্যমে, কোয়ালকম এমএমওয়েভ (mmWave)-এর জন্য সাপোর্ট বাদ দিয়েছে। প্রসেসরটি শুধুমাত্র সাব-৬ ব্যান্ড সাপোর্ট করে। তবে, এটি এখনও সর্বোচ্চ ২.৫ গিগাবাইট প্রতি সেকেন্ড (Gbps) হারে ডাউনলোডের গতি এবং ৯০০ মেগাবাইট প্রতি সেকেন্ড (Mbps) পর্যন্ত আপলোডের গতি প্রদান করবে। Snapdragon 4 Gen 1 প্রসেসরটি পূর্বসূরির মতোই ওয়াই-ফাই ৫ এবং ব্লুটুথ ৫.২-এর সাপোর্ট অফার করে।

উল্লেখ্য, Snapdragon 4 Gen 1 চিপটি iQOO Z6 Lite-এর মাধ্যমে শীঘ্রই স্মার্টফোন বাজারে পা রাখবে। তবে, Snapdragon 6 Gen 1 আগামী বছর আসবে বলে জানা গেছে। আশা করা যায়, শাওমি (Xiaomi) ও রিয়েলমি (Realme)-এর মতো ব্র্যান্ডগুলি তাদের আসন্ন মিড-রেঞ্জ ফোনে এই নতুন প্রসেসরটি ব্যবহার করবে। Redmi Note সিরিজের জনপ্রিয় ডিভাইসগুলিতেও এটি দেখা যেতে পারে।

Anwesha Nandi

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

57 mins ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

58 mins ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

2 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

4 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

5 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

5 hours ago