কোয়ালকম আনছে সবচেয়ে শক্তিশালী ‘Snapdragon 888+’ প্রসেসর? দেখা গেল গিকবেঞ্চে

২০১৯ সাল থেকে কোয়ালকম (Qualcomm) একটি বিশেষ স্ট্র্যাটেজি অনুসরণ করে আসছে। সংস্থাটি তার ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮০০ সিরিজের প্রসেসর লঞ্চ করার কয়েকমাস পরপরই সেগুলির উন্নত সংস্করণ নিয়ে হাজির হয়েছে। যা Plus (+) নামে পরিচিতি পেয়েছে। উদাহণস্বরূপ গত বছর আমরা স্ন্যাপড্রাগন ৮৬৫ ও তারপর ৮৬৫+ প্রসেসর লঞ্চ হতে দেখেছি। তার আগে, ২০১৯ সালে এসেছিল স্ন্যাপড্রাগন ৮৫৫ ও ৮৫৫+ প্রসেসর। ফলে গত বছরের ডিসেম্বরে লঞ্চ হওয়া কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৮৮ (Snapdragon 888)-এর ক্ষেত্রেও একই সম্ভাবনা উঠে আসছিল। বিভিন্ন রিপোর্ট দাবি করা হয়েছিল, কোয়ালকম নিশ্চিতভাবে স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপের উন্নত ভার্সনের ওপর কাজ করছে যা স্ন্যাপড্রাগন ৮৮৮+ নামে আত্মপ্রকাশ করতে পারে। জল্পনায় নতুন মাত্রা যোগ করে এখন নতুন চিপটি গিকবেঞ্চ, বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে দেখা গেল। গিকবেঞ্চ থেকে এই আসন্ন চিপসেটের ব্যাপারে অল্পবিস্তর তথ্য সামনে এসেছে।

আমরা জানি, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ মোবাইল প্ল্যাটফর্মের কোডনাম Lahina৷ গিকবেঞ্চে আপকামিং চিপও একই কোডনাম সহ স্পট করা হয়েছে। সিপিইউ ইনফরমেশনে দেখা যাচ্ছে, এতে ১.৮০ গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি লো-পাওয়ার কোর, ২.৪২ গিগাহার্টজ ক্লক স্পিডযুক্ত তিনটি কোর, এবং ৩.০ গিগাহার্টজ ক্লক স্পিডের একটি পারফরম্যান্স কোর রয়েছে।

এগজিস্টিং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপের পারফরম্যান্স কোরের ক্লক স্পিড ২.৮৪ গিগাহার্টজ। ফলে এটি স্ন্যাপড্রাগন ৮৮৮-এর নতুন ভ্যারিয়েন্ট বলে মনে করা হচ্ছে। স্পষ্ট করে বললে, এটি স্ন্যাপড্রাগন ৮৮৮+ নামে আসবে বলেই আমরা মনে করছি। আবার স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপের উন্নত সংস্করন প্লাস না হলে প্রো নামেও আসার সম্ভাবনা আছে।

উল্লেখ্য, বেঞ্চমার্কিং সাইটে টেস্টিং ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৮৮৮+ প্রসেসর, ৬ জিবি র‌্যাম, ও অ্যান্ড্রয়েড ১১ ভার্সন সহ স্পট করা হয়েছিল। সিঙ্গল ও মাল্টি কোর টেস্টে হ্যান্ডসেটের স্কোর ছিল যথাক্রমে ১১৭১ পয়েন্ট ও ৩৭০৪ পয়েন্ট।

আবার সম্প্রতি জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেন, কোয়ালকমের আস্তিনে স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেটের তিনটি ভ্যারিয়েন্ট থাকতে পারে – স্ন্যাপড্রাগন ৮৮৮ ৪জি, স্ন্যাপড্রাগন ৮৮৮ ওয়াইফাই, এবং স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রো। চলতি বছরের দ্বিতীয়ার্ধে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রো প্রসেসর সহ বেশ কিছু ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে। এখন দেখার বিষয়, স্ন্যাপড্রাগন ৮৮৮-এর উন্নত ভার্সনের নামকরণের ক্ষেত্রে কোয়ালকম কী সিদ্ধান্ত নেয়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন