রাখি বন্ধন ২০২০: নিজেই বানান হোয়াটসঅ্যাপ স্টিকার আর ভাইবোনকে জানান রাখির শুভেচ্ছা

হোয়াটসঅ্যাপে স্টিকার ফিচার যেদিন থেকে এসেছে, সেদিন থেকেই চ্যাটের আনন্দ কয়েকগুন বেড়ে গেছে। ভাব প্রকাশের জন্য এখন আমরা কিছু লেখার থেকে ইমোজি বা স্টিকার বেশি ব্যবহার করি। শুরুতে Facebook Messenger এ স্টিকার ফিচারটি উপলব্ধ থাকলেও, পরবর্তীতে এই ফিচার WhatsApp এও চলে আসে। চ্যাটিং ছাড়াও বন্ধুর জন্মদিনে বা কোনো বিশেষ দিনে আমরা স্টিকার পাঠিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি। আজ রাখি বন্ধন। ভাই ও বোনেদের বন্ধন আরও মজবুত করার দিন। আপনি যদি করোনা আবহে আজ এই বিশেষ দিনে ভার্চুয়ালি আপনার ভাই বা বোনকে রাখির শুভেচ্ছা জানাতে চান তাহলে স্টিকার পাঠাতে পারেন। এর জন্য আপনাকে WhatsApp Sticker Pack ডাউনলোড করতে হবে। আসুন জেনে নেই রাখি বন্ধনের এই বিশেষ দিনের স্টিকার কিভাবে ডাউনলোড করবেন।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারী :

১ . প্রথমে আপনার ফোনের হোয়াটসঅ্যাপটি খুলুন এবং স্মাইলি আইকনে ক্লিক করে স্টিকার প্যাকে যান।
২ . এরপর GIF বাটনের পাশে স্টিকার আইকন দেখতে পাবেন।
৩ . এবার স্টিকার আইকনে ক্লিক করলে স্টিকার স্টোর খুলে যাবে।
৪ . এরপর আপনাকে স্ক্রল করে নিচে এসে ‘Get more stickers’ অপশনে ক্লিক করতে হবে।
৫ . যেইমাত্র আপনি গেট মোর স্টিকারে ক্লিক করবেন, আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাওয়া হবে।
৬ . এখানে আপনি অনেক ধরণের স্টিকার দেখতে পাবেন, তারমধ্যে থেকে আপনি Raksha Bandhan স্টিকার বেছে নেবেন।
৭ . Raksha Bandhan স্টিকার ডাউনলোড হয়ে যাওয়ার পর সেটা ওপেন করে ‘Add to WhatsApp’ অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনি স্টিকার বন্ধু বা পরিবারের লোকজনকে পাঠাতে পারবেন।

আইওএস ব্যবহারকারী :

আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন স্টিকার ডাউনলোডের কোনো অ্যাপ স্টোর নেই। তবে কেউ আপনাকে Raksha Bandhan এর স্টিকার পাঠালে আপনি বন্ধুদেরকে পাঠাতে পারবেন।

১ . Raksha Bandhan এর স্টিকারটিকে প্রথমে ফেভারিট হিসাবে মার্ক করে রাখতে হবে। তারপর সেটিকে সবাইকে পাঠাতে পারবেন।
২ . মার্ক করতে হলে স্টিকারের উপর কিছুক্ষন চেপে রাখতে হবে তারপর স্টার অপশনের উপর ট্যাপ করতে হবে।
৩ . ট্যাপ করার পর আপনাকে টেক্সট বারে স্টিকার অপশনে ক্লিক করতে হবে। এখানে ফেভারিট স্টিকার পেয়ে যাবেন।