Tech News

Supermoon: আজ রাখিতে আকাশে ধরা দেবে বিরল ‘নীল চাঁদ’, কখন-কীভাবে দেখবেন

Rare Super Blue Moon: আজ 19 আগস্ট, শ্রাবণী পূর্ণিমায় গোটা দেশ জুড়ে রাখিবন্ধনের পবিত্র উৎসব পালিত হচ্ছে। তবে, সপ্তাহ শুরুর এই দিনটি কিন্তু প্রতি বছরের মতো কেবল এই একটি কারণেই বিশেষ হয়ে উঠেছে তা নয়। বরঞ্চ আজকের দিনটি প্রকৃতি থুড়ি মহাকাশপ্রেমীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে, কেননা আজ থেকে রাতের আকাশে দেখা যাবে ‘সুপার ব্লু মুন’। বাড়ির ছাদে উঠলেই চাঁদের আভায় মুগ্ধ হয়ে যাবেন তামাম পৃথিবীবাসী।

কখন থেকে দেখা যাবে ‘সুপার ব্লু মুন’?

আজ সোমবার রাত 11টা 55 মিনিটে আরও বড় ও উজ্জ্বল হয়ে আকাশে ধরা দেবে সুপারমুন। এটি খালি চোখেই দেখতে পারবেন আগ্রহীরা। NASA জানিয়েছে যে আগামী বুধবার পর্যন্ত চাঁদের এই বিরল রূপ দৃশ্যমান হবে।

Super Blue Moon: কমবে চাঁদের দূরত্ব

যারা জানেন না তাদের বলি, নাম অনুযায়ী পৃথিবীর একমাত্র উপগ্রহ আজ নীল হয়ে যাবেনা! আসলে ব্যাপারটা হচ্ছে যে, পূর্ণিমার সময় চাঁদ যখন পৃথিবীর খুব কাছে আসে তখন এর আকার 12 থেকে 14 শতাংশ বড় দেখায়। সাধারণত পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 4 লাখ 6 হাজার 300 কিলোমিটার হলেও সুপারমুনের ক্ষেত্রে তা কমে দাঁড়ায় 3 লাখ 56 হাজার 700 কিলোমিটারে। এতে করে স্বাভাবিকভাবেই তার উজ্জ্বলতা এবং আকার বেশি মনে হয়। আর, ঋতুর নিরিখে কোনো পূর্ণিমায় চারটি পূর্ণচন্দ্র দেখা গেলে, তৃতীয়টিকে ‘ব্লু মুন’ বলা হয়।

ব্লু সুপারমুন কত রকমের হয়?

সাধারণত প্রতি দুই থেকে তিন বছরে একবার এই ব্লু মুন দেখা যায়, তাই এটি বেশ বিরল একটি ব্যাপার। ব্লু সুপারমুন দুই ধরনের হয় – প্রথমটি হচ্ছে মান্থ ব্লু মুন, যা প্রতি সপ্তাহে দেখা যায়। আর দ্বিতীয়টি সিজ়নাল ব্লু মুন, এটি কেবল একটি নির্দিষ্ট ঋতুর পূর্ণিমায় দৃশ্যমান হয়।

আবার কবে দেখা যাবে সুপারমুন?

NASA-র মতে, পরবর্তী সিজ়নাল ব্লু মুন দেখা যাবে 2027 সালে। আর আজকের পর চলতি 2024 সালেও আরও তিনটি সুপারমুন দৃশ্যমান হবে – এক্ষেত্রে আগামী 17 সেপ্টেম্বর, 17 অক্টোবর এবং 15 নভেম্বরের পূর্ণিমায় চাঁদের মোহময় রূপ দেখা যাবে। এগুলি যথাক্রমে ‘হার্ভেস্ট মুন’, ‘হান্টার’স মুন’ এবং বিভার মুন’ নামে পরিচিত হবে।

Anwesha Nandi

Share
Published by
Anwesha Nandi

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

15 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

59 mins ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago