Tokenisation deadline: লেনদেনে টোকেন ব্যবস্থা পিছালো রিজার্ভ ব্যাঙ্ক, চালু হবে জুলাই থেকে

সাইবার জালিয়াতি নিয়ন্ত্রণে আনার উদ্দেশ্যে, দিন কয়েক আগেই টোকেনাইজেশন সিস্টেম কার্যকরী করার ঘোষণা করেছিল RBI (আরবিআই) বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এর জন্য, কেন্দ্রীয় ব্যাংকটি…

সাইবার জালিয়াতি নিয়ন্ত্রণে আনার উদ্দেশ্যে, দিন কয়েক আগেই টোকেনাইজেশন সিস্টেম কার্যকরী করার ঘোষণা করেছিল RBI (আরবিআই) বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এর জন্য, কেন্দ্রীয় ব্যাংকটি ভারতের সমস্ত কোম্পানিকে (Flipkart, Amazon, Zomato প্রভৃতি) আগামী ১লা জানুয়ারী, ২০২২ থেকে তাদের সিস্টেমে সংরক্ষিত ক্রেডিট এবং ডেবিট কার্ড ডেটা রিমুভ করার নির্দেশও দিয়েছিল। তবে এখন আরবিআই জানিয়েছে, অনলাইন ট্রানজ্যিকশনে ক্রেডিট এবং ডেবিট কার্ডের জন্য টোকেনাইজেশন ব্যবস্থা ৬ মাস অর্থাৎ জুন থেকে চালু হবে। উল্লেখ্য, আরবিআই এর ঘোষণার পর কিছু কোম্পানি ডেটা রিমুভ করার জন্য পর্যাপ্ত সময় পায়নি বলে দাবি করেছিল, সেক্ষেত্রে এই নতুন নির্দেশিকার দরুন ব্যবসায়ী সংস্থাগুলি সাময়িক স্বস্তি পাবে বলে মনে হচ্ছে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে পেমেন্ট গেটওয়ের সাথে কাজ করে তাদের গ্রাহকদের কার্ডের টোকেনাইজেশন বাস্তবায়িত করতেই হবে।

এই তারিখের মধ্যে কোম্পানিগুলিকে টোকেনাইজেশন সারতে হবে

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, আরবিআই তার নোটে গ্রাহক ডেটা সংরক্ষণের সময়সীমা আগামী ছয় মাস বাড়ানোর পরামর্শ দিয়েছে। ফলত কোম্পানিগুলিকে ১লা জানুয়ারির বদলে আগামী বছরের ৩০শে জুন অবধি সময়ের মধ্যে সমস্ত গ্রাহকের জন্য টোকেনাইজেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সোজা ভাষায় বললে, এই বিষয়টিতে কাজ করার জন্য কোম্পানিগুলি আরো ছয় মাস সময় হাতে পাবে।

বলে রাখি, টোকেনাইজেশনের জন্য এই প্রথমবার সময়সীমা পেছানো হল এমন নয়। এর আগে, আরবিআই গত বছরের মার্চ মাসে একটি নির্দেশিকা জারি করে ব্যবসায়ী সংস্থাগুলিকে তাদের ওয়েবসাইটে ব্যাংক কার্ডের তথ্য সংরক্ষণ করার অনুমতি না দেওয়ার কথা বলে। পরে চলতি বছরের সেপ্টেম্বরে নতুন নির্দেশিকা জারি করে কোম্পানিগুলিকে আগামী বছরের প্রথম দিন থেকে নিয়মগুলি মেনে চলার কথা বলা হয়। সেক্ষেত্রে এখন ১লা জুলাই, ২০২২ থেকে টোকেনাইজেশন কার্যকরী হওয়ার কথা বলা হয়েছে।

RBI-এর টোকেনাইজেশন সিস্টেম আসলে কী?

বর্তমানে অনলাইন শপিং করতে গিয়ে কার্ডের মাধ্যমে পেমেন্ট করার সময় অনেকেই ১৬ সংখ্যার কার্ড নম্বর, কার্ডের এক্সপায়ারি ডেট এবং সিভিভি বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে সেভ করে রাখেন, যার ফলে সেই প্ল্যাটফর্ম থেকে পুনরায় কেনাকাটা করলে সেভ রাখা তথ্যের সাহায্যে খুব সহজে এবং চটজলদি টাকা মেটানো যায়, বারবার তথ্য আপডেট করার প্রয়োজন পড়ে না। সেক্ষেত্রে নতুন টোকেনাইজেশন সিস্টেম, কার্ডের বিশদ অ্যালগরিদম দ্বারা উৎপন্ন অনন্য কোড বা টোকেন দ্বারা প্রতিস্থাপিত করবে, এতে অনলাইন কেনাকাটায় কার্ডের বিশদ সেভ থাকবে না। আর এই ডেটা সুরক্ষা প্রক্রিয়ার মাধ্যমে, সাইবার অপরাধী এবং হ্যাকারদের তথ্য চুরি করে তা অপব্যবহার করার মত বিষয়গুলি এড়ানো যাবে বলেই মনে করছে রিজার্ভ ব্যাংক।