লঞ্চের আগেই Realme 13 Pro+ হাজির MIIT সাইটে, ফাঁস হল নেটওয়ার্ক, ব্যাটারি ফিচার্স

রিয়েলমি ভারত সহ বিশ্ব বাজারে রিয়েলমি ১৩ প্রো সিরিজটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। লঞ্চের আগে, লাইনআপের টপ-এন্ড মডেল, রিয়েলমি ১৩ প্রো প্লাস ৫জি ফোনটি চীনের…

রিয়েলমি ভারত সহ বিশ্ব বাজারে রিয়েলমি ১৩ প্রো সিরিজটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। লঞ্চের আগে, লাইনআপের টপ-এন্ড মডেল, রিয়েলমি ১৩ প্রো প্লাস ৫জি ফোনটি চীনের এমআইআইটি সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে, যা এর কিছু প্রধান বৈশিষ্ট্যও প্রকাশ করেছে। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

রিয়েলমি ১৩ প্রো প্লাস ৫জি পেল চীনের এমআইআইটি সার্টিফিকেশন

রিয়েলমি ১৩ প্রো প্লাস আরএমএক্স৩৯২০ মডেল নম্বর সহ শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সার্টিফিকেশন ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। এটি নিশ্চিত করেছে যে ফোনটি ৫জি সংযোগ এবং ডুয়েল সিম সংযোগ সাপোর্ট করবে। এছাড়াও, ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে এবং ৫,০৫০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। রিয়েলমি এটিকে ৫,১০০ এমএএইচ বা ৫,২০০ এমএএইচ হিসাবে বাজারজাত করতে পারে। এছাড়াও, ফোনটি জিপিএস, গ্লোনাস এবং এজিপিসি অফার করবে৷

জানিয়ে রাখি, এর আগে রিয়েলমি ১৩ প্রো প্লাস ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টটি আরএমএক্স৩৯২১ মডেল নম্বর সহ মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশনের প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। এফসিসি লিস্টিংটি প্রকাশ করেছে যে, ফোনটির পরিমাপ ১৬১.৩৪ x ৭৩.৯১ x ৮.২৩ মিলিমিটার এবং ওজন প্রায় ১৯০ গ্রাম হবে। ফেডারেল কমিউনিকেশন কমিশন এই ফোনে ৫,০৫০ এমএএইচ ব্যাটারির উপস্থিতি নিশ্চিত করেছে।

এছাড়াও, নির্ভরযোগ্য টেক টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে রিয়েলমি ১৩ প্রো প্লাস ৫জি ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ দ্বারা চালিত হবে এবং এটি ১২ জিবি র‍্যামের এর সাথে যুক্ত হবে। ক্যামেরার ক্ষেত্রে, রিয়েলমি ১৩ প্রো প্লাস ৫জি হ্যান্ডসেটের রিয়ার প্যানেলে অবস্থিত ট্রিপল-ক্যামেরা সিস্টেমের মধ্যে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর এবং ৩x জুম সহ একটি ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৮২ সেন্সর টেলিফটো সেন্সর উপস্থিত থাকবে বলে জানা গেছে। আর সেলফির জন্য ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অবস্থান করবে৷ যেহেতু রিয়েলমি ইতিমধ্যেই রিয়েলমি ১৩ প্রো সিরিজকে টিজ করা শুরু করেছে, তাই আশা করা হচ্ছে যে এটি চলতি মাসেই লঞ্চ হবে।