Realme 13 pro plus processor camera design leak

ক্যামেরা হবে অসাধারণ, Realme 13 Pro+ স্মার্টফোনের গুরুত্বপূর্ণ ফিচার্স লিক হল

রিয়েলমি বাজারে তাদের নম্বর সিরিজের নতুন স্মার্টফোনগুলি লঞ্চ করার পরিকল্পনা করছে। তারমধ্যেই এখন এক সুপরিচিত টিপস্টার একটি নতুন ফোনের স্পেসিফিকেশনের ওপর আলোকপাত করেছেন। যদিও টিপস্টার হ্যান্ডসেটের নাম প্রকাশ করেননি, তবে এক প্রকাশনা তাদের রিপোর্টে দাবি করেছে যে, এটি সম্ভবত Realme 13 Pro+ হবে। এই ফোনটির সর্ম্পকে কি কি তথ্য জানা গেছে, দেখে নেওয়া যাক।

সামনে এল Realme 13 Pro+ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের পোস্ট থেকে জানা গেছে যে, আসন্ন ফোনটি প্রথম সনি আইএমএক্স৮৮২ ৩x পেরিস্কোপ লেন্স ব্যবহার করতে পারে। আইএমএক্স৮৮২ হল একটি ১/১.৯৫৩ ইঞ্চির সেন্সর, যা ওপ্পো (Oppo) এবং ওয়ানপ্লাস (OnePlus) ব্র্যান্ডের আসন্ন ফ্ল্যাগশিপ ডিভাইস, ওপ্পো ফাইন্ড এক্স৮/ ফাইন্ড এক্স৮ প্রো এবং ওয়ানপ্লাস ১৩ মডেলেও এটি ব্যবহার করা হতে পারে। এছাড়াও, ডিজিটাল চ্যাট স্টেশন বলেছেন যে ফোনটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং পূর্ববর্তী প্রজন্মের রিয়েলমি ১২ প্রো প্লাস ফোনের মতোই ট্রিপল-ক্যামেরা সেটআপ ধরে রাখতে পারে।

ইমেজ সেন্সর ছাড়া, টিপস্টার রিয়েলমি ১৩ প্রো প্লাস ফোনে একটি পরিচিত ডিজাইন থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন। ফোনের সামনে কেন্দ্রীভূত পাঞ্চ-হোল ডিসপ্লে এবং পিছনে রিয়ার ক্যামেরাগুলির জন্য একটি বৃত্তাকার মডিউল বজায় থাকবে বলে আশা করা হচ্ছে। রিয়েলমি ১৩ প্রো প্লাস ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর থাকবে বলে জানা গেছে, যা পূর্বসূরি রিয়েলমি ১২ প্রো প্লাস ফোনের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ ফোনের তুলনায় একটি পরিমিত আপগ্রেড হবে।

এছাড়াও, আগের রিপোর্টগুলি প্রকাশ করেছে যে Realme 13 Pro+ হ্যান্ডসেটের ভারতীয় সংস্করণ দুটি কালার ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে, মনেট গোল্ড এবং এমারেল্ড গ্রীন। ডিভাইসটি চারটি মেমরি অপশনে পাওয়া যাবে বলে জানা গেছে যে – ৮ জিবি র‍্যাম+১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম+২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম+২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম+৫১২ জিবি স্টোরেজ।

উল্লেখ্য, Realme 13 Pro একই রকম র‍্যাম এবং স্টোরেজ অপশনগুলি অফার করবে বলে মনে করা হচ্ছে, তবে এটি তিনটি শেডে আসবে – মনেট গোল্ড, মনেট পার্পল এবং স্কাই গ্রীন। এই বিবরণগুলি ছাড়াও, Realme 13 সিরিজ সম্পর্কে অন্যান্য তথ্য এই মুহূর্তে অজানাই রয়েছে। তবে খুব শীঘ্রই আরও তথ্য সামনে আসবে বলে আশা করা যায়।