অনেকটাই দাম কমলো Realme 6 এর, জেনে নিন নতুন দাম

দাম কমলো রিয়েলমির ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা ফোন Realme 6 এর। গতকালই কোম্পানি ৯০ হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লের সবচেয়ে সস্তা ফোন Realme 6i এর দাম কমিয়েছিল। এবার এই সিরিজের বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ রিয়েলমি ৬ এর দামও কমিয়ে দিল। যদিও কোম্পানির তরফে এবিষয়ে কিছু জানানো হয়নি। তবে Flipkart থেকে আপনি এই ফোনের ৬ জিবি র‌্যাম ও ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট ২,০০০ টাকা পর্যন্ত সস্তায় কিনতে পারবেন।

Realme 6 এর নতুন দাম:

ভারতে রিয়েলমি ৬ এর ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১৪,৯৯৯ টাকা এবং ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১৬,৯৯৯ টাকা। আবার ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১৭,৯৯৯ টাকা। তবে এখন Flipkart থেকে ফোনটির ৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট ১৪,৯৯৯ টাকায় এবং ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট ১৬,৯৯৯ টাকায় কেনা যাচ্ছে। যদিও টেকগাপের টিম ফোনটির ৪ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টকে খুঁজে পাইনি। এই ফোনটি কমেট ব্লু ও কমেট হোয়াইট কালারে পাওয়া যাবে।

Realme 6 স্পেসিফিকেশন, ফিচার :

এই ফোনে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস আলট্রা স্মুথ ডিসপ্লে দেওয়া হয়েছে। যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও ডিসপ্লের রেজুলেশন ১০৮০ x ২৪০০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ২০:৯। ডিসপ্লের প্রটেকশনের জন্য কর্নিং গরিলা গ্লাস ৩ ব্যবহার করা হয়েছে।

কোম্পানি রিয়েলমি সি ৩ এর মত এই ফোনেও অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক Realme UI দিয়েছে। এছাড়াও এই ফোনে আছে মিডিয়াটেক হেলিও জি৯০টি প্রসেসর, ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।

ক্যামেরার কথা বললে রিয়েলমি ৬ ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ আছে। যার প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল Samsung GW1 সেন্সর (এফ/১.৮ অ্যাপারচার)। এছাড়াও অন্য তিনটি ক্যামেরা হল, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল টর্শিয়ারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল কোয়াটারনারি সেন্সর। আবার সেলফির জন্য ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। এই ফোনে ৩০ ওয়াট ফ্ল্যাশ চার্জারের সাথে ৪,৩০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানি দাবি করেছে ৬০ মিনিটে ফোনটি ফুল চার্জ হয়ে যাবে।