Realme: সবার আগে Android 12-এর অভিজ্ঞতা নিন, রিয়েলমির এই ফোনে আর্লি অ্যাক্সেসের সুবিধা

Android 12 নির্ভর Realme UI 3.0 কাস্টম সফটওয়্যারের আর্লি অ্যাক্সেসের সুবিধা চলে এল Realme 7 Pro স্মার্টফোনে। আপডেটটি পাবলিক হওয়ার আগে আগ্রহী ব্যবহারকারীরা Android 12-এর অভিজ্ঞতা পেতে চাইলে নিজেদেরকে নথিভুক্ত করতে পারবেন। কীভাবে করবেন, তার পদ্ধতি নীচে আলোচনা করা হল।

রিয়েলমি কমিউনিটির অফিসিয়াল পোস্ট অনুযায়ী, আবেদনকারীদের RMX2170_11.F.10 ফার্মওয়্যারে থাকতে হবে। তবেই Realme 7 Pro-র Realme UI 3.0 আর্লি অ্যাক্সেস উদ্যোগে রেজিস্টার করা যাবে। সাইন আপ করার জন্য আগ্রহীদের সেটিং > সফটওয়্যার আপডেট > ট্রায়াল ভার্সন > অ্যাপ্লাই নাও – এবং তারপর সমস্ত ডিটেলস্ সাবমিট করতে হবে। নির্বাচিত প্রার্থীরা ওটিএ আপডেটের মাধ্যমে Android 12 আপডেট পাবেন। যাদের নাম বাদ যাদে তারা আবার পরবর্তী রাউন্ডে আবেদন করতে পারবেন।

তবে নতুন অ্যান্ড্রয়েডে সন্তুষ্ট না হলেও পুরনো ভার্সনে ফিরে যাওয়ার সুযোগ পাবেন৷ সে ক্ষেত্রে তারা আর আর্লি অ্যাক্সেস উদ্যোগে কখনও সামিল হতে পারবেন না। Realme 7 Pro-এ স্টেবেল আপডেট কবে রোলআউট হবে, সেটা অবশ্য অজানা।

উল্লেখ্য, Realme 7 Pro ব্যবহারকারীদের কাছে এটাই শেষ মেজর সিস্টেম আপডেট। ২০২০-এ ফোনটি Realme UI (Android 10)-এর সাথে আত্মপ্রকাশ করেছিল। আর গত বছর এটি Realme UI (Android 12) ভার্সনে আপডেট করা হয়েছিল।