Realme ব্র্যান্ডের তিনটি স্মার্টফোনে Android 12 স্টেবেল আপডেট এল, আপনি পেয়েছেন?

বিগত কয়েকমাস ধরেই স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলি তাদের বিভিন্ন হ্যান্ডসেটের সফটওয়্যার  Android 12 ভার্সনে আপগ্রেড করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। তবে তাদের মধ্যে কেউউ এখনও রোলআউট পরিসমাপ্ত করতে পারেনি, সে মার্কেট লিডার স্যামসাং হোক বা শাওমি। অন্য দিকে, নতুন আপডেট দেওয়ার ক্ষেত্রে দেরিতে হলেও ধীরে সুস্থে এগোচ্ছে রিয়েলমি।

গতকাল রিয়েলমির তিনটি স্মার্টফোনে একসাথে লেটেস্ট Android 12 সংস্করণ রোলআউট চালু করেছে বলে খবর সামনে এসেছে  Realme 8 Pro, Realme GT Master Edition, এবং Realme X7 Max 5G হ্যান্ডসেটে Android 12 বেসড Realme UI 3.0 স্টেবেল আপডেট আসতে শুরু করেছে।

প্রসঙ্গত, রিয়েলমির ওই তিনটি ডিভাইসই বাজারে অত্যন্ত জনপ্রিয়। প্রথমটি বাজেট সেগমেন্টে এসেছিল। এবং বাকি দুই স্মার্টফোন মিড-রেঞ্জ ক্যাটেগরির। প্রতিটি মডেলই Android 11 ও Realme UI 2.0 মোবাইল অপারেটিং সিস্টেমের সাথে লঞ্চ হয়েছিল। এতএব, এটাই তাদের প্রথম মেজর সিস্টেম আপগ্রেড।

রিয়েলমি কমিউনিটির অফিসিয়াল পোস্ট অনুযায়ী, Realme GT Master Edition, এবং Realme X7 Max 5G ফোনে Android 12 স্টেবেল আপডেট যথাক্রমে RMX3360_11.C.05 এবং RMX3031_11.A.22 ফার্মওয়্যার ভার্সনের সঙ্গে এসেছে। অন্য দিকে, একটি রিপোর্টে আনঅফিসিয়ালি দাবি করা হয়েছে যে, ফ্রেশ সফটওয়্যার আপডেটটি Realme 8 Pro-তে RMX3081_11_C.13 ফার্মওয়্যার সংস্করণের সাথে রোলআউট হচ্ছে। তবে মনে রাখা দরকার, অন্যান্য ওটিএ আপডেটের মতো এটিও ব্যাচ ধরে রোলআউট চলছে। ফলে সবার কাছে পৌঁছতে একটু সময় লাগবে।