আজই অফার শেষ, ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Realme 9 এখানে পাওয়া যাচ্ছে ৪ হাজার টাকা ছাড়ে

গত এপ্রিলে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ ভারতে লঞ্চ হয়েছিল Realme 9 4G। এদেশে ফোনটির দাম ছিল ২০ হাজার টাকার কাছাকাছি। তবে...
Julai Modal 29 May 2022 10:56 PM IST

গত এপ্রিলে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ ভারতে লঞ্চ হয়েছিল Realme 9 4G। এদেশে ফোনটির দাম ছিল ২০ হাজার টাকার কাছাকাছি। তবে এখন আপনি ফোনটি ১৫ হাজায় কিনতে পারবেন। আজ্ঞে হ্যাঁ! Flipkart তাদের ইলেকট্রনিক্স ডেজ সেলে Realme 9 4G ফোনটি ডিসকাউন্টের সাথে বিক্রি করছে। তবে জানিয়ে রাখি, শপিং সাইটটির উল্লেখিত সেলটি আজই শেষ হচ্ছে। ফলে সস্তায় Realme 9 4G কেনার সুযোগ হাতছাড়া করবেন না।

Realme 9 4G এর দাম ও অফার

লঞ্চের সময় রিয়েলমি ৯ ৪জি ফোনের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছিল ১৭,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা।

তবে ফ্লিপকার্ট রিয়েলমি ৯ ৪জি ফোনটি আরও কম দামে কেনার সুযোগ দিচ্ছে। এরজন্য আপনাকে পেমেন্টের সময় ইউপিআই পদ্ধতি ব্যবহার করতে হবে। যারপর ২,০০০ টাকা ছাড় মিলবে। আবার ICICI ব্যাংকের কার্ডধারীরা ফোনটির উপর আরও ২০০০ টাকা ডিসকাউন্ট পাবেন। তবে বলে রাখি, ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টে সর্বোচ্চ ছাড় দেওয়া হচ্ছে।

Realme 9 4G এর স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমি ৯ ৪জি ফোনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৪ ইঞ্চির ফুল এইচডি+ (১০৮০ x ২৪০০ পিক্সেল) সুপার অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট। রিয়েলমি ৯ ৪জি ৮ জিবি পর্যন্ত র‍্যাম ও ১২৮ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ সহ এসেছে। পাশাপাশি এতে ৫ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। ডুয়েল সিমের এই ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ কাস্টম স্কিনে রান করবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Realme 9 4G ফোনে‌ রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট ডার্ট চার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ফোনটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এসেছে। ক্যামেরার কথা বললে, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য Realme 9 4G ফোনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে। আর পিছনে আছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল এফ/১.৭৫ অ্যাপারচার সহ ১০৮ মেগাপিক্সেলের Samsung ISOCELL HM6 প্রাইমারি সেন্সর, একটি আল্ট্রা-ওয়াইড সেন্সর ও একটি ম্যাক্রো সেন্সর।

Show Full Article
Next Story