Huawei লঞ্চ করলো দুই ফ্ল্যাগশিপ কিলার Nova 8 এবং Nova 8 Pro

চীনা স্মার্টফোন কোম্পানি হুয়াওয়ে আজ চীনের মার্কেটে  Huawei Nova 8 এবং Huawei Nova 8 Pro লঞ্চ করেছে। দুটি ফোনই ফ্ল্যাগশিপ রেঞ্জে 5G সাপোর্টের সাথে এসেছে। ফোনগুলি গ্লোবাল মার্কেটে কবে আসবে তা এখনও জানা যায়নি। হুয়াওয়ে নোভা ৮ এর কথা বললে এই ফোনে পাবেন ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৩,৮০০ এমএএইচ ব্যাটারি ও ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার ডুয়েল সেলফি ক্যামেরা, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ এসেছে হুয়াওয়ে নোভা ৮ প্রো। দুটি ফোনেই কিরিন ৯৮৫ প্রসেসর ও ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে।

Huawei Nova 8 এবং Huawei Nova 8 Pro এর দাম

হুয়াওয়ে নোভা ৮ এর দাম শুরু হয়েছে ৩,২৯৯ ইউয়ান থেকে, যা প্রায় ৩৭,২০০ টাকার সমান। এই দাম ফোনটির ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। আবার এর ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম ৩,৬৯৯ ইউয়ান, যা প্রায় ৪১,৬৯০ টাকা।

আবার হুয়াওয়ে নোভা ৮ প্রো দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। যেগুলি হল ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। এদের দাম যথাক্রমে ৩,৬৯৯ ইউয়ান (প্রায় ৪৫,১০০ টাকা) ও ৪,৩৯৯ ইউয়ান (প্রায় ৪৯,৫৯০ টাকা)। দুটি ফোনই ব্ল্যাক, পার্পেল, গ্রীন এবং গ্রেডিয়েন্ট হোয়াইট কালারে পাওয়া যাবে। আগামী ৩০ ডিসেম্বর থেকে এর সেল শুরু হবে।

Huawei Nova 8 এর স্পেসিফিকেশন

হুয়াওয়ে নোভা ৮ ফোনে আছে ৬.৫৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস কার্ভড ওলেড ডিসপ্লে। এর পিক্সেল রেজোলিউশন ১০৮০ x ২৩৪০, রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং টাচ শ্যাম্পেলিং রেট ২৪০ হার্টজ। এতে ১০ বিট কালার ডেপ্থ ও DCI-P3 কালার গামুট সাপোর্ট করে। ফোনটিতে ২.৫৮ গিগাহার্টজ কিরিন ৯৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে আছে ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ।

ফটোগ্রাফির জন্য Huawei Nova 8 ফোনের পিছনে আছে চারটি ক্যামেরা। যার প্রাইমারি ক্যামেরা এফ/১.৯ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল। অন্য তিনটি ক্যামেরা হল ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা। সেলফির জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। এর অ্যাপারচার এফ/২.০।

পাওয়ারের জন্য এই ফোনে আছে ৩,৮০০ এমএএইচ ব্যাটারি। যার সাথে ৬৬ ওয়াট সুপারচার্জ ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে। এটি ৩৫ মিনিটে ফোনকে ফুল চার্জ করে দেবে। চার্জিংয়ের জন্য এতে আছে ইউএসবি টাইপ সি পোর্ট। ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে আছে অ্যান্ড্রয়েড ১০ বেসড ইএমইউআই ১১ ইন্টারফেস। এতে হুয়াওয়ের হিস্টেন সাউন্ড সিস্টেম উপলব্ধ।

Huawei Nova 8 Pro এর স্পেসিফিকেশন

হুয়াওয়ে নোভা ৮ প্রো ফোনে ৬.৫৫ ইঞ্চি FHD+ (১,২৩৬ x ২,৬৭৬ পিক্সেল রেজোলিউশন) OLED ডিসপ্লে আছে। যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ ও টাচ স্যাম্পলিং রেট ৩০০ হার্টজ। এখানেও ১০ বিট কালার ডেপ্থ ও DCI-P3 কালার গামুট সাপোর্ট করবে। ফোনটির ডিসপ্লের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

Nova 8 Pro ফোনটি চলবে অক্টা কোর কিরিন ৯৮৫ প্রসেসরে। এতে ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ উপস্থিত। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ নির্ভর ইএমইউআই ১১ ইন্টারফেসের সাথে চলে। ৬৬ ওয়াট সুপারচার্জ ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্টের সাথে এই ফোনে ৪,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। র‌্যাপিড চার্জিং টেকের মাধ্যমে ফোনটি ৩৫ মিনিটে ফুল চার্জ হয়ে যাবে। চার্জিংয়ের জন্য এতেও আছে ইউএসবি টাইপ সি পোর্ট।

ফোনটি কোয়াড রিয়ার ক্যামেরার সাথে এসেছে। যার প্রাইমারি ক্যামেরা এফ/১.৮ অ্যাপারচার যুক্ত ৬৪ মেগাপিক্সেল৷ এছাড়া আছে ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এটি ১০x ডিজিটাল জুম অফার করবে। ফোনের সামনে এফ/২.০ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স উপলব্ধ।