Realme 9 Pro+ আগামী মাসেই বাজারে আসছে, থাকবে Dimensity 920 5G প্রসেসর

রিয়েলমি (Realme) ভারত এবং ইউরোপ সহ একাধিক বাজারে Realme 9 Pro সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করার জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করেছে৷ জল্পনা চলছে এই লাইনআপে থাকা Realme 9 Pro 5G এবং Realme 9 Pro+ 5G ফোন দুটি ভারতের বাজারে আগামী ফেব্রুয়ারিতেই আত্মপ্রকাশ করবে। তবে তার আগে সংস্থার তরফে Realme 9 Pro+ 5G মডেলের একটি নতুন টিজার প্রকাশ্যে আনা হয়েছে, যার থেকে জানা যাচ্ছে এই আসন্ন হ্যান্ডসেটে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসরটি।

Realme 9 Pro+ ফোনে থাকবে মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ প্রসেসর

এই নতুন টিজারটি থেকে নিশ্চিত হওয়া গেছে যে, ইউরোপের বাজারে রিয়েলমি ৯ প্রো+ ৫জি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ চিপসেট যুক্ত প্রথম স্মার্টফোন হিসেবে আত্মপ্রকাশ করবে। ৬ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত এই অক্টা-কোর চিপসেটের দুটি কর্টেক্স-এ৭৮ (Cortex-A78) কোর ২.৫ গিগাহার্টজে এবং ছয়টি কর্টেক্স-এ৫৫ (Cortex-A55) কোর ২.০ গিগাহার্টজে রান করে এবং এতে রয়েছে মালি জি-৬৮ এমসি৪ (Mali G-68 MC4) জিপিইউ। উল্লেখ্য, ৫জি কানেক্টিভিটি যুক্ত মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ চিপসেটটি বাজারে বিদ্যমান Redmi Note 11 Pro 5G (চীনা ভ্যারিয়েন্ট), Redmi Note 11 Pro + 5G (চীনা ভ্যারিয়েন্ট), এবং Vivo V23 5G- স্মার্টফোনগুলিতে ব্যবহার করা হয়েছে।

রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Realme 9 Pro+ 5G Expected Specifications)

রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি ফোনে ৬.৪৩ ইঞ্চির এইচডি+ AMOLED ডিসপ্লে থাকবে যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করতে পারে। ফটোগ্রাফির জন্য এই আসন্ন রিয়েলমি স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেলের সেন্সর যুক্ত ট্রিপল ক্যামেরা ইউনিট দেওয়া হবে এবং এর প্রাইমারি সেন্সরটি কাস্টম-মেড সনি ইমেজ সেন্সর হবে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ আসবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, ফোনের সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত থাকতে পারে।

Realme 9 Pro+ 5G ডিভাইসটি ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ অফার করতে পারে এবং এই ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কাস্টম স্কিনে রান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য আসন্ন হ্যান্ডসেটে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। নিরাপত্তার জন্য, এই স্মার্টফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হতে পারে। হ্যান্ডসেটটি মিডনাইট ব্ল্যাক, অরোরা গ্রিন এবং সানরাইজ ব্লু – এই তিনটি কালার অপশনে আসবে বলে আশা করা হচ্ছে। ভারতের বাজারে Realme 9 Pro+ 5G ফোনের দাম হতে পারে ২০,০০০ টাকা।