Realme 9 Pro+ আসছে বিশেষ হার্ট রেট সেন্সরের সাথে, নিশ্চিত করলেন মাধব শেঠ

আসন্ন Realme 9 Pro সিরিজটি নিয়ে বেশ কয়েক মাস ধরেই আলোচনা চলছে। শোনা যাচ্ছে এমাসের শেষের দিকেই ভারতের বাজারে পা রাখবে এই স্মার্টফোন সিরিজটি। এই লাইনআপের অধীনে আসবে – Realme 9 Pro এবং Realme 9 Pro+ এই ফোন দুটি। ইতিমধ্যে একাধিক রিপোর্ট থেকে এই ফোনগুলি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। আর এবার Realme 9 Pro+ ফ্ল্যাগশিপ স্মার্টফোনের একটি অভিনব ফিচার সম্পর্কে জানালেন স্বয়ং সংস্থার ভাইস প্রেসিডেন্ট। জানা গেছে, এই ফোনটি বাজারে আসবে হার্ট রেট সেন্সর সহ। প্রসঙ্গত, Realme 9 Pro+ ফোনের কিছু মূল স্পেসিফিকেশনও গত মাসে অনলাইনে প্রকাশিত হয়েছে, যেমন এই স্মার্টফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর এবং এতে ৫জি কানেক্টিভিটি থাকবে।

আসন্ন Realme 9 Pro+ ফোনে থাকবে আধুনিক হার্ট রেট নির্ণায়ক সেন্সর

রিয়েলমির ভাইস প্রেসিডেন্ট মাধব শেঠ টুইট করে জানিয়েছেন, আসন্ন রিয়েলমি ৯ প্রো প্লাস ফোনটি একটি ইন-বিল্ট হার্ট রেট সেন্সর সহ আসবে। এই টুইটের সাথে ফিচারটিকে ভালোভাবে বোঝানোর জন্য একটি ভিডিও এম্বেড করা রয়েছে। এতে দেখা গেছে, এই স্মার্টফোনে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে, যা হার্ট রেট সেন্সর হিসাবেও কাজ করবে। হৃদস্পন্দন পরিমাপ করার জন্য, ব্যবহারকারীদের হার্ট রেট পরিমাপের টুলটি খুলতে হবে এবং তাদের আঙুলটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে চেপে রাখতে হবে যতক্ষণ না স্ক্রিনে রিডিংটি ফুটে ওঠে।

এছাড়াও জানা যাচ্ছে, একবার টুলটি হৃদস্পন্দন পরিমাপ করার পর ব্যবহারকারী বিশ্রাম, হাঁটা বা ব্যায়ামের মতো পরিশ্রমসাধ্য কাজগুলি করছিলেন নাকি এটি একটি সাধারণ পরিমাপ ছিল- সেই সম্বন্ধে জিজ্ঞাসা করবে। এর পাশাপাশি Realme 9 Pro+-এর হার্ট রেট মাপার টুলের হিস্ট্রি ট্যাব ব্যবহারকারীর সমস্ত হার্ট রেট পরিমাপের একটি লগ বা তালিকা রাখবে। তবে এই মুহুর্তে, এটি স্পষ্ট নয় যে, এই ফিচারটি শুধুমাত্র Realme 9 Pro+ ফোনেই পাওয়া যাবে, নাকি Realme 9 Pro বেস মডেলেও দেওয়া হবে।

রিয়েলমি ৯ প্রো+- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Realme 9 Pro+ Expected Specifications)

পূর্বে প্রকাশিত রিপোর্ট গুলি থেকে জানা গেছে, রিয়েলমি ৯ প্রো+ ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৪৩ ইঞ্চির ফুল-এইচডি+ সুপার AMOLED ডিসপ্লে থাকবে। এই ফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর এবং এটি সর্বাধিক ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ বাজারে আসবে।

ফটোগ্রাফির জন্য, Realme 9 Pro+ ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের আরও একটি সেন্সর থাকবে। এছাড়া ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি সেন্সর দেওয়া হবে বলে জানা গেছে। সর্বোপরি, পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে।