Realme 9 5G, Realme 9 5G SE ভারতে লঞ্চ হচ্ছে 10 মার্চ, থাকবে Snapdragon ও Mediatek প্রসেসর

Realme 9 5G সিরিজের ভারতে লঞ্চের তারিখ নিশ্চিত করা হল‌। আগামী ১০ মার্চ এই সিরিজের অধীনে Realme 9 5G, Realme 9 5G SE ফোন দুটি ভারতে লঞ্চ হবে। ওইদিনই সংস্থা আরও কয়েকটি অ্যাক্সেসরিজের উপর থেকে পর্দা সরাবে – Realme TechLife Watch S100, TechLife Buds N100। উল্লেখ্য, গত মাসেই ভারতে এসেছে Realme 9 Pro সিরিজ‌। এখন Realme এই সিরিজের বেস মডেলগুলি এদেশে আনছে।

Realme 9 5G, Realme 9 5G SE ভারতে লঞ্চ হচ্ছে 10 March

রিয়েলমি জানিয়েছে, আগামী ১০ মার্চ দুপুর ১২:৩০ মিনিটে ভারতে লঞ্চ হবে রিয়েলমি ৯ ৫জি ও রিয়েলমি ৯ ৫জি এসই। প্রসঙ্গত, এসই মডেলটি কোম্পানির নম্বর (৮,৯ ইত্যাদি) সিরিজের প্রথম ডিভাইস হবে। ইতিমধ্যেই কোম্পানির তরফে আসন্ন ফোন দুটির প্রসেসর টিজ করা হয়েছে।

রিয়েলমি ৯ ৫জি, রিয়েলমি ৯ ৫জি এসই সম্ভাব্য দাম (Realme 9 5G, Realme 9 5G SE expected price)

লঞ্চের তারিখ জানা গেলেও রিয়েলমি ৯ ৫জি সিরিজের দাম এখনও অজানা। তবে আমাদের বিশ্বাস ফোনগুলি হাই বাজেট থেকে মিড রেঞ্জে আসবে। সেক্ষেত্রে এই সিরিজের দাম শুরু হতে পারে ১৬,০০০ টাকা থেকে।

রিয়েলমি ৯ ৫জি, রিয়েলমি ৯ ৫জি এসই সম্ভাব্য স্পেসিফিকেশন (Realme 9 5G, Realme 9 5G SE expected Specifications)

জানা গেছে, রিয়েলমি ৯ ৫জি, রিয়েলমি ৯ ৫জি এসই কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি ও মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর সহ আসবে। দুটি চিপই ৬এনএম প্রসেসে নির্মিত এবং এগুলিতে ডুয়েল ৫জি সিম সাপোর্ট করে। তবে আমরা এখনও অজ্ঞাত যে ঠিক কোন ফোনে কোন প্রসেসর ব্যবহার করা হবে। তবে শোনো যাচ্ছে এসই মডেলে স্ন্যাপড্রাগন প্রসেসর থাকবে।

আবার Realme 9 5G, Realme 9 5G SE ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এর প্রাইমারি ক্যামেরা হিসেবে পাওয়া যাবে ৪৮ মেগাপিক্সেল সেন্সর। এছাড়া ফোন দুটির থিকনেস হবে ৮.৪মিমি এবং এগুলি ৬ লেয়ার গ্রেইন প্রসেস সহ আসবে। টিজার পোস্টে ফোন দুটিকে হোয়াইট কালারে দেখা গেছে।

এর আগে জানা গিয়েছিল, Realme 9 5G স্টারগেজ হোয়াইট, সুপারসনিক ব্লু, সুপারসনিক ব্ল্যাক এবং মিটিওর ব্ল্যাক- এই চারটি কালার অপশনে পাওয়া যাবে। আবার এতে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫ ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হবে। ডিভাইসটি ৪ জিবি / ৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি/১২৮ জিবি স্টোরেজ অফার করবে। এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা দেওয়া হবে, যার মধ্যে ৪৮ মেগাপিক্সেলের প্রাথমিক সেন্সর, ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স উপস্থিত থাকবে৷

এছাড়া Realme 9 5G ফোনের সামনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি ১৬ মেগাপিক্সেলের সেন্সর পাওয়া যাবে এবং নিরাপত্তার জন্য থাকবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিভাইসটি সম্ভবত অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই (Realme UI) কাস্টম স্কিনে রান করবে। এছাড়া ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে, যার সাথে থাকবে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট৷

Julai Mondal

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

7 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

7 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

8 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

10 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

10 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

11 hours ago