Realme 9 5G ও Realme 9 5G SE ভারতে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দাম জেনে নিন

Realme 9 5G ও Realme 9 5G SE প্রত্যাশামতোই আজ ভারতে লঞ্চ হল। ভারতে এই ফোনের দাম শুরু হয়েছে ১৫,০০০ টাকা থেকে। Realme 9 5G ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর। আবার কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর সহ এসেছে Realme 9 5G SE। এছাড়া ফোন দুটি এসেছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ। আবার রিয়েলমি দাবি করেছে, ফোনগুলি 4G ও 5G এর মধ্যে সুইচ করা যাবে।

রিয়েলমি ৯ ৫জি ও রিয়েলমি ৯ ৫জি এসই দাম ও সেলের তারিখ (Realme 9 5G and Realme 9 5G SE Price in India, Sale date)

রিয়েলমি ৯ ৫জি ফোনের ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। আবার ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৪৯৯ টাকা। ফোনটি এসেছে দুটি কালারে – মিটিওর ব্ল্যাক ও স্টারগেজ হোয়াইট। ICICI ও‌ SBI-এর ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা রিয়েলমি ৯ ৫জি ফোনের উপর ১,৫০০ টাকা ডিসকাউন্ট পাবেন।

অন্যদিকে রিয়েলমি ৯ ৫জি এসই এসেছে ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ সহ। এদের দাম যথাক্রমে ১৯,৯৯৯ টাকা ও ২২,৯৯৯ টাকা। অ্যাজুওর গ্লো ও স্ট্যারি গ্লো কালারে ফোনটি কেনা যাবে। ICICI এবং SBI-এর কার্ড ব্যবহারকারীরা ২,০০০ টাকা ছাড়ে ফোনটি কিনতে পারবেন।

আগামী ১৪ মার্চ Realme 9 5G ও Realme 9 5G SE ফোন দুটি Flipkart, realme.com সাইট থেকে কেনা যাবে।

রিয়েলমি ৯ ৫জি- এর স্পেসিফিকেশন (Realme 9 5G Specifications)

ডুয়েল-সিমের (ন্যানো) রিয়েলমি ৯ ৫জি ফোনে ৬.৫ ইঞ্চির ফুল-এইচডি+ (১,০৮০x২,৪০০ পিক্সেল) ডিসপ্লে আছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৬০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে। এই ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ চিপসেট দ্বারা চালিত এবং এতে সর্বাধিক ৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স ফিজিক্যাল র‍্যাম পাওয়া যাবে। আবার এতে ৫ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। এছাড়া, রিয়েলমি ৯ ৫জি ১২৮ পর্যন্ত ইউএফএস ২.১ স্টোরেজ সহ এসেছে, যা একটি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। এই নতুন ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ (Realme UI 2.0) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Realme 9 5G -এর ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মধ্যে এফ/১.৮ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি অনির্দিষ্ট মনোক্রোম পোর্ট্রেট সেন্সর এবং একটি এফ/২.৪ অ্যাপারচার সহ একটি ম্যাক্রো লেন্স উপস্থিত রয়েছে। এর পাশাপাশি স্মার্টফোনটির সামনে এফ/২.১ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান।

Realme 9 5G-এর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫.১, জিপিএস/এ-জিপিএস৷ Realme 9 5G-এর অনবোর্ড সেন্সরগুলির মধ্যে রয়েছে প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর, জাইরোস্কোপ, অ্যাক্সিলোমিটার এবং একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Realme 9 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য, ১৮ ওয়াট কুইক চার্জ সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। স্মার্টফোনটির পরিমাপ ১৬২.৫x৭৪.৮x৮.৫ মিলিমিটার এবং ওজন প্রায় ১৮৮ গ্রাম।

রিয়েলমি ৯ ৫জি এসই- এর স্পেসিফিকেশন (Realme 9 5G SE Specifications)

নতুন ডুয়েল-সিমের (ন্যানো) রিয়েলমি ৯ ৫জি এসই মডেলে ৬.৬ ইঞ্চির ফুল-এইচডি+ (১,০৮০x২,৪১২ পিক্সেল) ডিসপ্লে আছে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ৬০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। পারফরম্যান্সের জন্য, রিয়েলমি ৯ ৫জি এসই-তে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর দেওয়া হয়েছে। এই হ্যান্ডসেটে ৮ জিবি পর্যন্ত র‍্যাম পাওয়া যাবে এবং এই হ্যান্ডসেটেও ৫ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। আবার এতে ১২৮ পর্যন্ত ইউএফএস ২.১ স্টোরেজ রয়েছে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টিবি পর্যন্ত সম্প্রসারন করা যাবে। রিয়েলমি ৯ ৫জি এসই অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউ আই ২.০ (Realme UI 2.0) ইউজার ইন্টারফেসে রান করে।

ক্যামেরার ক্ষেত্রে, Realme 9 5G SE স্মার্টফোনের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে এফ/১.৮ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, এফ/২.৪ অ্যাপারচার সহ একটি অনির্দিষ্ট মনোক্রোম পোর্ট্রেট সেন্সর এবং একটি ম্যাক্রো ক্যামেরা উপস্থিত। এই স্মার্টফোনটিও Realme 9 5G-এর মত এফ/২.১ অ্যাপারচার সহ একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সহ এসেছে।

Realme 9 5G SE- এর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫.২, জিপিএস/ এ-জিপিএস৷ হ্যান্ডসেটের সেন্সরগুলির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে একটি প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর, জাইরোস্কোপ, অ্যাক্সিলোমিটার এবং একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সর্বোপরি, পাওয়ার ব্যাকআপের জন্য, Realme 9 5G SE ৩০ ওয়াট কুইক চার্জ সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে ৷ সংস্থা জানিয়েছে, স্মার্টফোনটির পরিমাপ ১৬৪.৪x৭৫.৮x৮.৫ মিলিমিটার এবং ওজন প্রায় ১৯৯ গ্রাম।