Kawasaki ZX-4R: বাহুবলীর ক্ষমতা নিয়ে 400cc স্পোর্টস বাইক নিয়ে আসছে কাওয়াসাকি

গুঞ্জন ছিলই। অবশেষে তা সত্যি হলো। সুপার বাইকের রাজা Kawasaki এর হাত ধরে আসতে চলেছে ইনলাইন ফোর সিলিন্ডার যুক্ত ৪০০ সিসি ইঞ্জিন পরিচালিত Ninja ZX-4R। বাইকটির ভেহিকেল আইডেন্টিফিকেশন নম্বার (VIN) প্রকাশ্যে আসতেই চর্চা শুরু। রিপোর্ট বলছে, দু’টি ভ্যারিয়েন্টে এই সুপার স্পোর্টস বাইক বাজারে পদার্পণ করতে চলেছে।

ফুল-ফেয়ার্ড ডিজাইনের Kawasaki Ninja ZX 4R কে চলার শক্তি যোগাবে ৩৯৯ সিসির ইনলাইন ফোর সিলিন্ডার ইঞ্জিন। এর পাওয়ার ও টর্ক কত হবে, সে সম্পর্কে কিছু এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এর ক্ষমতা ৭০ পিএস হওয়ার সম্ভাবনা প্রবল। প্রসঙ্গত, সংস্থার Ninja ZX-25R মডেলে ২৪৯.৮ সিসির ফোর সিলিন্ডার ইঞ্জিন বর্তমান। যা ১৫,৫০০ আরপিএম গতিতে ৪৯.৯ পিএস পাওয়ার উৎপন্ন করে। ZX-25R এর দেখাদেখি আপকামিং ZX-4R এও হাই রেভোলিউশন ইঞ্জিন থাকবে বলে আশা করা যায়৷

বাইকটির ডিজাইন সম্পর্কে বলতে গেলে কোয়ার্টার লিটার মডেল ZX-25R এর আরও বেশি অ্যাগ্রেসিভ সংস্করণ হতে চলেছে এটি। সাসপেনশনের জন্য নতুন বাইকটিতে অ্যাডজাস্টেবল ইউএসডি ফর্ক ও পিছনে মনোশক সেটআপ থাকতে পারে। ব্রেকিং সিস্টেম হিসেবে সামনের চাকায় ডুয়াল ডিস্ক ও পিছনের চাকায় থাকবে রেডিয়াল ক্যালিপার্স-সহ সিঙ্গেল ডিস্ক। ট্রাকশন কন্ট্রোল, কর্নারিং এবিএস, একাধিক রাইড মোডস ফিচারের তালিকায় থাকতে পারে।

ভারতে অবশ্য Kawasaki ZX-4R লঞ্চ হওয়াহ সম্ভাবনা নিতান্তই ক্ষীণ। কারণ প্রোডাকশন কস্ট বেশি বলে মূল্য অত্যাধিক হবে। এখন দেশীয় বাজারে এন্ট্রি লেভেল Kawasaki Ninja 400 এর এক্স শোরুম মূল্যই হল ৪.৯৯ লাখ। ফলে এখানে ইনলাইন ফোর সিলিন্ডার মোটরসাইকেল আনলে দাম বেশি না রাখলে লাভজনক হবে না। এটি প্রথমে আমেরিকা ও ইউরোপীয় বাজারে পা রাখবে বলে খবর।