Realme-র 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 5000mAh ব্যাটারির‌ ফোন অনেক সস্তায় কেনার সুযোগ

টেক ব্র্যান্ড Realme সম্প্রতি ‘Super 9 Days’ নামের একটি নয়া সেলের আয়োজন করেছে। এই সেল চলাকালীন, গত জানুয়ারি মাসে ভারতের বাজারে আত্মপ্রকাশ করা Realme 9i স্মার্টফোনকে তুলনায় সাশ্রয়ী দামে কেনার সুযোগ পেয়ে যাবেন ক্রেতারা। এছাড়া, HDFC ব্যাঙ্কের সাথে অংশীদারিত্বে সেলটি নিয়ে আসা ফলে, ১,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করা হবে। সাথে, আনলিমিটেড ক্যাশব্যাক ও ১২,৯৯৯ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসের সুবিধাও উপলব্ধ থাকছে এই ফোনটির সাথে। Realme 8i এর উত্তরসূরী হিসেবে আগত এই ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের FHD+ ডিসপ্লে প্যানেল, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট, ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজির সাপোর্ট পাওয়া যাবে। তাহলে চলুন Super 9 Days সেলে Realme 9i স্মার্টফোনকে কিরূপ অফারের সাথে কতটা সস্তায় বিক্রি করা হচ্ছে তা এবার জেনে নেওয়া যাক।

রিয়েলমি ৯আই দাম ও অফার (Realme 9i Price and offer)

ই-কমার্স সাইট ফ্লিপকার্ট ও রিয়েলমির অফিসিয়াল সাইটে (Realme.com), রিয়েলমি ৯আই স্মার্টফোনের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ৩,০০০ টাকা ডিসকাউন্টের সাথে মাত্র ১২,৯৯৯ টাকায় এনলিস্ট করা হয়েছে। জানিয়ে রাখি, ফোনটির আসল দাম ১৫,৯৯৯ টাকা। অফারের কথা বললে, এই মডেলটির খরিদ্দারীর ক্ষেত্রে HDFC ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করলে ফ্লাট ১,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করা হবে। যারপর, ৬ জিবি র‌্যামের সাথে আসা টপ ভ্যারিয়েন্টকে মাত্র ১১,৯৯৯ টাকায় পকেটস্থ করে নিতে পারবেন আপনারা। তদুপরি, Flipkart Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ফোনটি কিনলে ৫% আনলিমিটেড ক্যাশব্যাক অফার করা হবে। এছাড়া, পুরোনো মোবাইলের পরিবর্তে এই নয়া স্মার্টফোন কিনলে ১২,৯৯৯ টাকার এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে।

রিয়েলমি ৯আই ফোনকে প্রিজম ব্ল্যাক ও প্রিজল ব্লু কালার বিকল্পের মধ্যে বেছে নেওয়া যাবে।

রিয়েলমি ৯আই স্পেসিফিকেশন (Realme 9i Specifications)

রিয়েলমি ৯আই ফোনে ড্রাগন ট্রেইল প্রো গ্লাস সহ একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪১২ পিক্সেল) LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ২০.১:৯ এসপেক্ট রেশিও এবং ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। ফাস্ট-পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ অক্টা কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ কাস্টম স্কিনে চলবে। স্টোরেজ হিসাবে ডিভাইসে ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি রম পাওয়া যাবে। তবে, সাথে ৫ জিবি পর্যন্ত অতিরিক্ত ভার্চুয়াল র‌্যামের সাপোর্টও উপলব্ধ থাকছে। এছাড়া, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের ইন্টারনাল স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানো যাবে।

ক্যামেরা ফ্রন্টের কথা বললে, Realme 9i ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল, এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল স্যামসাং প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ও ২ মেগাপিক্সেল পোট্রেট সেন্সর। আবার, সেলফি ও ডিভিও কলিংয়ের জন্য ফোনে ১৬ মেগাপিক্সেল SONY IMX471 ফ্রন্ট সেন্সর দেওয়া হয়েছে।

তদুপরি, কানেক্টিভিটির জন্য Realme 9i ফোনে, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ডুয়েল সিম স্লট, ইউএসবি টাইপ-সি পোর্ট ও ৩.৫মিমি হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত। আবার সিকিউরিটির জন্য ডিভাইসে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি অনুযায়ী, ফোনটি ৭০ মিনিটে ফুল চার্জ হবে এবং ৪৮ ঘন্টা পর্যন্ত টকটাইম অফার করবে। ফোনটির ওজন ১৯০ গ্রাম।

Subheccha Das Poddar

Recent Posts

Shikhar Dhawan: ক্রিকেটকে বিদায় জানালেও পাঁচটি এমন রেকর্ড যা এখনো শিখরের নামেই রয়েছে

সাম্প্রতিক সময় শিখর ধাওয়ান দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে জায়গা করে নিতে পারছিলেন না। তবে তার…

1 hour ago

Tata Nexon CNG: মারুতিকে চাপে ফেলতে পুজোর আগে আধুনিক গাড়ি লঞ্চ করবে টাটা

Tata Motors তাদের জনপ্রিয় এসইউভি, Nexon-এর CNG ভার্সন পুজোর আগেই লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে।…

1 hour ago

Airtel: বন্যায় বিপর্যস্ত গ্রাহকদের জন্য বিনামূল্যে কল ও ডেটা পরিষেবার ঘোষণা এয়ারটেলের

Airtel উত্তর-পূর্ব ভারতের প্রিপেড গ্রাহকদের জন্য বিনামূল্যে কল ও ডেটা পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে।…

2 hours ago

নতুন Google ফোনের গেমিং পারফরম্যান্স কেমন? পরীক্ষায় উঠে এল অবাক করা তথ্য

তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারফরম্যান্সের সাথে আপস করছে Tensor G4 প্রসেসর চালিত স্মার্টফোন। নতুন Google Pixel…

2 hours ago

PAK vs BAN: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসেই লিড নিল বাংলাদেশ, পাহাড় সমান রান করেও থামতে নারাজ টাইগাররা

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ১১ বলে মাত্র ৬ রান করে মাঠ ছাড়েন। তবে…

2 hours ago

Shikhar Dhawan: ভারতের হয়ে খেলা নিজের সবচেয়ে পছন্দের ইনিংস কোনটি? অবসরের পর জানালেন ধাওয়ান

ভারতের অন্যতম তারকা ওপেনার শিখর ধাওয়ান শেষ ২০২২ সালে ভারতের হয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিলেন।…

3 hours ago