Realme Air Buds 2 ইয়ারফোন আসছে Realme GT Neo 3 ফোনের সাথে, ফাঁস হল রেন্ডার

চলতি মাসে যে কোন দিনই আত্মপ্রকাশ করতে পারে Realme-র নতুন ইয়ারফোন, Realme Air Buds 3। সম্প্রতি টিপস্টার Digital Chat Staion ইয়ারফোনটির একাধিক স্পেসিফিকেশন সামনে এনেছেন। উল্লেখ্য, চীনা মাইক্রোব্লগিং সাইট, Weibo তে টিপস্টার আপকামিং ইয়ারফোনটির একটি স্ক্রিনশট শেয়ার করেছে। এখানে জানিয়ে রাখি, আগে লিক হওয়া রেন্ডার এবং লাইভ ইমেজে সঙ্গে এখন প্রকাশিত ছবি একেবারেই সামঞ্জস্যপূর্ণ। তবে ইয়ারবাডটির লঞ্চের দিনক্ষণ এখনো জানানো না গেলেও, সংস্থার তরফে বলা হয়েছে তাদের আপার মিড রেঞ্জের Realme GT Neo 3 স্মার্টফোনের সাথেই এটি লঞ্চ হবে। চলুন Realme Air Buds 3 ইয়ারফোন সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে জেনে নেওয়া যাক।

Realme Air Buds 3 ইয়ারফোনের ফিচার ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)

আগেই বলেছি, প্রকাশিত স্ক্রিনশটে রিয়েলমি এয়ার বাডস ৩ ইয়ারফোনটির ডিজাইনের পাশাপাশি, ইয়ারফোনটির কিছু ফিচারের হদিস মিলেছে। যেমন, আসন্ন ইয়ারবাডটি ৪২ ডেসিবেল নয়েজ রিডাকশন করতে সক্ষম। এর জন্য এতে থাকবে ইনবিল্ট এএনসি ফিচার। শুধু তাই নয়, এই ফিচারটি Rheinland হাই- পারফরম্যান্স নয়েজ রিডাকশন সার্টিফিকেট প্রাপ্ত।

এবার আসা যাক ইয়ারবাডটির ব্যাটারি প্রসঙ্গে। এটি ৩০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। সাথে এতে কাস্টমাইজ হেয়ারিং সেন্স ফিচার সাপোর্ট করবে। ইয়ারবাডটিতে ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ৫.২ ভার্সন। তাছাড়া এটি ডুয়েল সার্ভিস কানেকশনের সাথে আসছে অর্থাৎ একসাথে দুটি ডিভাইসের সাথে একে সংযুক্ত করা যাবে।

পরিশেষে, ফাঁস হওয়ার রেন্ডার দেখে অনুমান করা হচ্ছে গ্যালাক্সি হোয়াইট এবং স্টেরি ব্লু – এই দুটি কালার ভ্যারিয়েন্ট আসতে চলেছে নতুন Realme Air Buds 3 ইয়ারবাড। তবে পরবর্তীকালে সংস্থাটি এর আরো কয়েকটি কালার অপশন যুক্ত করতে পারে, ঠিক যেমন রিয়েলমি এয়ার বাডস ২ এর ক্ষেত্রে করেছিল।