Realme-র নতুন চমক! ১৫,০০০ টাকার বেশি মূল্যের সমস্ত ফোনেই থাকবে 5G সাপোর্ট

5G এর হাত ধরে সবাইকে কোনঠাসা করতে তৎপর হয়ে উঠেছে Realme (রিয়েলমি)। আসলে সংস্থার ভারত ও ইউরোপের সিইও মাধব শেঠ সম্প্রতি জানিয়েছেন যে, আগামী দিনগুলিতে তাদের ১৫,০০০ টাকা বা তার বেশি মূল্যের সমস্ত স্মার্টফোনে 5G (৫জি) কানেক্টিভিটি থাকবে। অর্থাৎ বলা যায় এবার রিয়েলমির প্রতিটি মিডরেঞ্জার হ্যান্ডসেটই পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক সাপোর্টসহ আসবে। সেক্ষেত্রে চীনা সংস্থার এই পরিকল্পনা বাস্তবায়িত হলে, অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডগুলি যে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে তা বলার অপেক্ষা রাখে না।

১৫,০০০ টাকার বেশি দামের সমস্ত Realme ফোনেই থাকবে 5G সাপোর্ট

এর আগে রিয়েলমি কে আমরা ১৫,০০০ টাকা থেকে ২০,০০০ টাকা রেঞ্জের কয়েকটি হাতে গোনা ডিভাইসে এবং ২০,০০০ টাকার বেশি মূল্যের সমস্ত ফোনে ৫জি সাপোর্ট দিতে দেখেছি। কিন্তু এখন তারা ১৫,০০০ টাকার উপরে সমস্ত ফোনে ৫জি কানেক্টিভিটি সরবরাহ করবে।

প্রসঙ্গত, চিপসেট নির্মাতা MediaTek এবং Qualcomm, উভয়েই ৫জি ভিত্তিক প্রোডাক্ট আনতে তৎপর হয়ে উঠেছে। সেক্ষেত্রে আসন্ন রিয়েলমি ফোনগুলিতে কোন কোম্পানির প্রসেসর থাকবে তা এই মুহূর্তে বলা সম্ভব নয়!

আগামী দু-তিন মাসের মধ্যে ভারতে লঞ্চ হবে নতুন Realme GT সিরিজের ফোন

মিড-রেঞ্জার ফোনে ৫জি সংযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি, মাধব শেঠ আরও জানিয়েছেন যে, সংস্থার ‘GT’ সিরিজের আসন্ন ক্যামেরা ফ্ল্যাগশিপ সংস্করণটি এই প্রান্তিকেই চালু হবে। ফলে এই মডেলটি সেপ্টেম্বরের মধ্যে বাজারে আসবে বলে আশা করা যায়। শুধু তাই নয়, শেঠের টুইট থেকে স্পষ্ট হয়েছে যে রিয়েলমির ‘Narzo’ সিরিজের অধীনেও নতুন ৫জি ফোন লঞ্চ করবে। সবমিলিয়ে তারা আসন্ন সপ্তাহগুলিতে বাজারে নতুন ফোনের সম্ভার আনতে চলেছে বলেই ধরে নেওয়া যায়।

তবে যতই নিত্যনতুন ৫জি ফোন লঞ্চ হোক না কেন, এদেশে পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ক পরিষেবা যে কবে বাণিজ্যিকভাবে চালু হবে – সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য নেই। ফলে ৫জি-র আসল মজা নিতে আমাদের আরও অপেক্ষা করতে হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন