ভারতে লঞ্চ হল Realme Buds 2 Neo ইয়ারফোন, Beard Trimmer Plus এবং Hair Dryer, দাম শুরু ৪৯৯ টাকা থেকে

ঘোষণা মতই আজ মাসের প্রথমদিনে ভারতীয় বাজারের জন্য চারটি নতুন প্রোডাক্ট চালু করল Realme। এক্ষেত্রে চীনা সংস্থাটি তার ‘Techlife’ সিরিজের অধীনে Realme Buds 2 Neo (বাডস ২ নিও) ইয়ারবাড, Realme Beard Trimmer (বিয়ার্ড ট্রিমার), Trimmer Plus (ট্রিমার প্লাস), এবং Realme Hair Dryer (হেয়ার ড্রায়ার) এনেছে। পাশাপাশি চলতি বছরের বাকি দিনগুলিতে তারা ১০০টিরও বেশি নতুন প্রোডাক্ট বাজারে আনবে বলে জানিয়েছে। রিপোর্ট বলছে, সদ্য লঞ্চ হওয়া এই প্রোডাক্টগুলিতে অত্যাধুনিক প্রযুক্তি তো রয়েছেই, আবার এগুলির দাম রাখা হয়েছে ২,০০০ টাকার নিচে অর্থাৎ সাধ্যের মধ্যেই। আসুন এখন Realme-এর নতুন বাডস ২ নিও ইয়ারবাড, ট্রিমারদ্বয় এবং হেয়ার ড্রায়ার সম্পর্কে খুঁটিনাটি জেনে নিই।

Realme Buds 2 Neo-র স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমি বাডস ২ নিও ইয়ারবাডটি আসলে বাডস ২ এর উত্তরসূরি। এটির ওজন মাত্র ১৪ গ্রাম এবং এতে ১১.২ মিমি ডায়নামিক ড্রাইভার রয়েছে। সাথে রয়েছে গিয়ার-আকৃতির কেবল ডিজাইন যা তারগুলিতে জট বা প্যাঁচ ফেলতে দেবেনা। শুধু তাই নয় এর ৯০ ডিগ্রী অ্যাঙ্গেল জ্যাক, ল্যান্ডস্কেপ মোডে গেম খেলার সময় বা সিনেমা দেখার সময় উন্নত গ্রিপ সরবরাহ করবে। অন্যদিকে গ্রাহকরা এটি থেকে হাই ব্যাস (Bass) পারফরম্যান্স তথা ইমারসিভ অডিও এক্সপিরিয়েন্স পাবেন বলে নির্মাতা সংস্থা দাবি করেছে।

অন্যান্য ফিচারের কথা বললে, রিয়েলমি তার বাডস ২ নিও-তে ভাল এবং স্পষ্ট ভয়েস কলের জন্য একটি হাই-প্রিসিয়ন মাইক্রোফোন দিয়েছে। তাছাড়া এতে একটি বাটন রয়েছে, যার মাধ্যমে মিউজিক প্লেব্যাক কন্ট্রোল করা যাবে। বলে রাখি, রিয়েলমি বাডস ২ নিও হেডফোনটি কালো এবং নীল দুটি রঙে উপলব্ধ হবে।

Realme Beard Trimmer এবং Trimmer Plus-এর স্পেসিফিকেশন ও ফিচার

এক্ষেত্রে রিয়েলমি, তার বিয়ার্ড ট্রিমারটিতে ০.৫ মিমি প্রিসিয়নের সাথে ১০ মিমি চিরুনি দিয়েছে।অন্যদিকে এই ট্রিমারে সেল্ফ শার্পনিং স্টেইনলেস স্টিল ব্লেড রয়েছে যা বিয়ার্ড কাটিং বা মসৃণ ছাঁটাইয়ের সময় ত্বকে ঘর্ষণ সৃষ্টি করেনা। রিপোর্ট অনুযায়ী, এটি ২০টি দৈর্ঘ্যের সেটিংস সহ এসেছে, যার সাহায্যে ইউজাররা বিভিন্ন স্টাইলে শেভ করতে পারবেন। পাওয়ারের জন্য এতে থাকবে ৮০০ এমএএইচ ব্যাটারি যা একক চার্জে ১২০ ঘন্টা ব্যাকআপ দেবে; আবার এটিকে ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে চার্জ করা যাবে। তদ্ব্যতীত ট্রিমারটিতে একটি এলইডি ব্যাটারি ইন্ডিকেটর, ৬৮ ডিবি নয়েজ লেভেল এবং ট্রাভেল লক অপশন রয়েছে।

একইভাবে ট্রিমারের প্লাস সংস্করণটিতে আরামদায়ক গ্রিপের জন্য ০.৫ মিমি প্রিসিয়নের সাথে ১০ মিমি এবং ২০ মিমি চিরুনি থাকবে। যার সাথে থাকবে একটি স্ক্রিন-ফ্রেন্ডলি এবিএস (ABS) মেটেরিয়াল। তবে অতিরিক্ত ফিচারের কথা বললে, ট্রিমার প্লাসে বিয়ার্ড ট্রিমারের ফিচারের পাশাপাশি IPX7 রেটিং এবং জোড়া সেল্ফ শার্পনিং স্টেইনলেস স্টিল ব্লেড এবং পাওয়া যাবে।

Realme Hair Dryer-এর স্পেসিফিকেশন ও ফিচার

এই রিয়েলমি হেয়ার ড্রায়ারটি ১৯,০০০ আরপিএম, ১৩.৯ মি/সেকেন্ড এয়ার স্পিড এবং ১,৪০০ ওয়াট শক্তির ওপর ভিত্তি করে কাজ করবে। রিয়েলমির মতে, এটি মাত্র ৫ মিনিটের মধ্যে চুল শুকিয়ে ফেলবে এবং ৫৫ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে কম (আদর্শ) তাপমাত্রায় কাজ করবে। এছাড়া এটি ২০ মিলিয়ন/সেমি³ নেগেটিভ আয়ন তৈরি করবে যা চুল তাড়াতাড়ি শুষ্ক করার পাশাপাশি স্ক্যাল্প এবং চুল ময়শ্চারাইজ করতে সাহায্য করবে। ক্রেতারা এতে একটি হিট সেটিং এবং একটি কোল্ড এয়ার সেটিং পাবেন।

Realme Buds 2 Neo, Beard Trimmer, Trimmer Plus এবং Hair Dryer-এর দাম, প্রাপ্যতা

ভারতে রিয়েলমি বাডস ২ নিওর দাম ধার্য করা হয়েছে ৪৯৯ টাকা। যেখানে বিয়ার্ড ট্রিমার এবং বিয়ার্ড ট্রিমার প্লাস কিনতে চাইলে যথাক্রমে ১,২৯৯ টাকা এবং ১,৯৯৯ টাকা ব্যয় করতে হবে। এদিকে রিয়েলমির হেয়ার ড্রায়ারটির মূল্য ১,৯৯৯ টাকা। আগামী ৫ই জুলাই, দুপুর ১২টা থেকে এগুলি ফ্লিপকার্ট (Flipkart) এবং রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে কেনার জন্য উপলব্ধ হবে। যদিও বাডস ২ নিও কেনা যাবে অ্যামাজন (Amazon) থেকেও।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন