Realme Buds Wireless 2S: কুড়ি মিনিটের চার্জে চলবে ৭ ঘন্টা, সস্তা রিয়েলমি ইয়ারফোন ভারতে লঞ্চ হল

ভারতে আত্মপ্রকাশ করল Realme সংস্থার নতুন Realme Buds Wireless 2S ইয়ারফোন। ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসা নতুন এই ইয়ারফোনটিতে ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ৫.৩। সংস্থার মতে, একক চার্জে এটি ২৪ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক নতুন Realme Buds Wireless 2S ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Realme Buds Wireless 2S ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে রিয়েলমি বাডস ওয়্যারলেস ২এস ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ১,২৯৯ টাকা। আজ ২৬ জুলাই বেলা দুটো থেকে ই- কমার্স সাইট ফ্লিপকার্টে এটি বিক্রির জন্য উপলব্ধ হবে। ব্ল্যাক, ইয়েলো এবং ব্লু এই তিনটি কালার অপশনে ক্রেতারা বেছে নেওয়ার সুযোগ পাবেন এই ইয়ারফোনটি।

Realme Buds Wireless 2S ইয়ারফোনের স্পেসিফিকেশন

নতুন রিয়েলমি বাডস ওয়্যারলেস ২এস ইয়ারফোনটির স্পেসিফিকেশন প্রসঙ্গে বলতে গেলে এটি ১১.২ এমএম ডাইনামিক ড্রাইভারের সাথে এসেছে। তাছাড়া এতে এআই ইএনসি নয়েজ ক্যান্সলেশন ফিচার সাপোর্ট করবে। এমনকি কানেক্টিভিটির জন্য এতে দেওয়া হয়েছে ব্লুটুথ ৫.৩ । শুধু তাই নয়, ইয়ারফোনটি ডুয়েল ডিভাইস ফাস্ট পেয়ারিং টেকনোলজি সাপোর্ট করায় গান শুনতে শুনতে একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে পরিবর্তন করা সম্ভব। আবার ইয়ারফোনটি ম্যাগনেটিক ইনস্ট্যান্ট কানেকশন সাপোর্ট সহ এসেছে। তাই ব্যবহারকারী এর ইয়ারবাডগুলি একসঙ্গে অ্যাটাচ করে দিলে ইয়ারফোনটি নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। আবার এগুলির একটি থেকে আরেকটি খুলে দিলে ইয়ারফোনটি স্বয়ংক্রিয়ভাবে চালু হবে।

এবার আলোচনা করা যাক Realme Buds Wireless 2S ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থাটি দাবি করেছে, একবার চার্জে এটি ২৪ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করার পাশাপাশি মাত্র কুড়ি মিনিট চার্জে ৭ ঘন্টা পর্যন্ত রান টাইম সরবরাহ করতে সক্ষম। সর্বোপরি, বাডস ওয়্যারলেস ২এস ইয়ারফোনে একটি ইনলাইন রিমোট কন্ট্রোল উপলব্ধ, যার মাধ্যমে ভয়েস অ্যাসিস্ট্যান্ট চালু করা যাবে।