খুব সস্তায় বাজারে মাতাতে আসছে Realme C20, ফাঁস দাম ও ফিচার

চীনা স্মার্টফোন কোম্পানি Realme শীঘ্রই একাধিক C সিরিজের ফোন বাজারে আনতে পারে। কয়েকদিন আগে এই সিরিজের Realme C21 ফোনটিকে সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল। এবার Realme…

চীনা স্মার্টফোন কোম্পানি Realme শীঘ্রই একাধিক C সিরিজের ফোন বাজারে আনতে পারে। কয়েকদিন আগে এই সিরিজের Realme C21 ফোনটিকে সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল। এবার Realme C20 নামের একটি ফোন কে ভিয়েতনামের রিটেল ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করা হল। যেখান থেকে জানা গেছে রিয়েলমি সি২০ ফোনটি ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে সহ লঞ্চ হবে। আবার ফোনটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে সহ আসবে, যার মধ্যে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে।

ভিয়েতনামের রিটেল ওয়েবসাইটে FT Shop থেকে Realme C20 ফোনটির অফিসিয়াল রেন্ডার ও স্পেসিফিকেশন আমাদের সামনে আনা হয়েছে। জানা গেছে এই ফোনে মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর থাকবে। এর আগেও আমরা অন্যান্য রিয়েলমি সি সিরিজের ফোনেও মিডিয়াটেক প্রসেসর ব্যবহার হতে দেখেছিলাম। যদিও পরবর্তীতে Realme C15 কে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর সহ আনা হয়েছিল।

Realme, Realme C20, Realme C20 Price, Realme C20 Render Leaked, Realme C20 Specifications

যাইহোক রিটেল ওয়েবসাইট অনুযায়ী, রিয়েলমি সি২০ ফোনটি ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি সহ আসবে। এর পিক্সেল রেজোলিউশন ৭২০ x ১৬০০ পিক্সেল। আবার এর ডিসপ্লে ডিজাইন ওয়াটারড্রপ নচ। ফোনটিতে বর্গাকার রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। যার মধ্যে থাকবে ৮ মেগাপিক্সেল সেন্সর ও এলইডি ফ্ল্যাশ। আবার ফোনটি ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ আসতে পারে।

Realme C20 অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম সহ আসবে। এতে থাকবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি। যার সাথে ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ফোনের ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হবে ২,৬৯০,০০০ ভিয়েতনামিজ ডং, যা প্রায় ৮,৫৫০ টাকা।