Realme C21Y আগামী ২৩ অগাস্ট ভারতে লঞ্চ হচ্ছে, দুর্দান্ত ফিচারের এই ফোনের দাম জেনে নিন

Realme গতমাসে ভিয়েতনামে বাজেট স্মার্টফোন, Realme C21Y লঞ্চ করেছিল। এই ফোনটি এখন ভারতীর মার্কেটে পা রাখতে চলেছে। আগামী ২৩ অগাস্ট Realme C21Y ভারতে লঞ্চ হবে। ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট realme.com থেকে পাওয়া যাবে। এই ফোনের বিশেষ বিশেষ ফিচারের মধ্যে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, Unisoc T610 প্রসেসর, ১৩ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা। এছাড়া Realme C21Y ফোনে সুপার নাইটস্কেপ (super nightscape) ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

Realme C21Y এর দাম (সম্ভাব্য)

রিয়েলমি সি২১ ওয়াই এর ভারতে কত দাম রাখা হবে তা এখনো জানা যায়নি। তবে ভিয়েতনামে এই ফোনের ৩ জিবি + ৩২ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ছিল ৩,৪৯০,০০০ ভিয়েতনামিজ ডং, যা ভারতীয় মুদ্রায় ১১,২৯৫ টাকার সমান। আবার ৪ জিবি + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ৩,৯৯,০০০০ ভিয়েতনামিজ ডং (প্রায় ১২,৯১৪ টাকা)। সেক্ষেত্রে রিয়েলমি সি২১ ওয়াই এর ভারতে দাম শুরু হতে পারে ১০,০০০ টাকা থেকে।

Realme C21Y এর স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমি সি২১ ওয়াই অ্যান্ড্রয়েড ১১ বেসড রিয়েলমি ইউআই ২.০ অপারেটিং সিস্টেমে চলবে। এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (৭২০x১৬০০) আইপিএস এলসিডি। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৬০ হার্টজ, স্ক্রিন টু বডি রেশিও ৮৮.৭ শতাংশ এবং পিক ব্রাইটনেস ৪০০ নিটস। ডিসপ্লের মধ্যে ওয়াটারড্রপ নচে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা উপস্থিত। রিয়েলমি সি২১ ওয়াই ফোনে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর ইউনিসক টি৬১০ প্রসেসর। ফোনটি ৪ জিবি পর্যন্ত LPDDRX র‌্যাম ও ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।

Realme C21Y স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হল ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, ২ মেগাপিক্সেল মনোক্রম লেন্স। এই ক্যামেরায় আছে পিডিএএফ, সুপার নাইটস্কেপ মোড ফিচার।

পাওয়ার ব্যাকআপের জন্য Realme C21Y ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে৷ ফোনের ব্যাক প্যানেলে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কানেক্টিভিটি অপশনের মধ্যে এই ফোনে আছে, ডুয়েল সিম, 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, মাইক্রো-ইউএসবি চার্জিং পোর্ট, মাইক্রো-এসডি কার্ড স্লট, ৩.৫ মিমি অডিও জ্যাক।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন